ভোটের মধ্যেই রান্নার গ্যাসের দাম বাড়ল ২৮ পয়সা, ২০১৪-র তুলনায় বৃদ্ধি ৮২ টাকা
Web Desk, ABP Ananda | 01 May 2019 03:06 PM (IST)
এই নিয়ে টানা তৃতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ানো হল।
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণের আগে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার পিছু ২৮ পয়সা। ২০১৪ সালে নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী হন, তার তুলনায় এখন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৮২ টাকা বেশি। একইসঙ্গে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামও সিলিন্ডার পিছু ৬ টাকা বাড়ানো হয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ানো হল। এর আগে ১ মার্চ ও ১ এপ্রিলও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। অন্যদিকে, বিমানের জ্বালানির দামও কিলোলিটার প্রতি ১,৫৯৫.৬৩ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি মুম্বইয়ে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে দেওয়া কেরোসিনের দামও লিটারপ্রতি ২৬ পয়সা বাড়ানো হয়েছে।