LATEST UPDATES:
ভারতে ফিরলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দীর্ঘ অপেক্ষার পর ভারতের মাটিতে পা রাখলেন মিগের বীর পাইলট। রাত ৯টা ২১ নাগাদ নাগাদ পাকিস্তান থেকে ওয়াঘা হয়ে ভারতে ফিরলেন অভিনন্দন। ওয়াঘায় অভিনন্দনকে স্বাগত জানাতে উপস্থিত পরিবারের সদস্যরা, বায়ুসেনার শীর্ষ আধিকারিকরা।
ALERT @8.50 P.M.: অভিনন্দনের ভারত-প্রবেশে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ওয়াঘা সীমান্তে পৌঁছলেন উইং কমান্ডার অভিনন্দন। রাত ৮.৫০ নাগাদ ওয়াঘা সীমান্তে পৌঁছলেন ভারতীয় পাইলট। ভারত সীমান্ত থেকে মাত্র ৭০০ মিটার দূরে অভিনন্দন বর্তমান। আর ৭ মিনিট পরেই ভারতীয় ভূখণ্ডে অভিনন্দন। ভারতীয় পাইলটের সঙ্গে ৩-৪টি গাড়ির কনভয়। ২ বার হস্তান্তরের সময় বদল পাকিস্তানের। এর ফলেই দেশে ফেরায় বিলম্ব অভিনন্দনের।
রাত ৯টা নাগাদ অভিনন্দনের হস্তান্তর। পাকিস্তানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ভারতীয় পাইলটের। ওয়াঘা সীমান্তের আগে পাক সেনা ক্যাম্পে অভিনন্দন। ওয়াঘার ১০ কিমি আগে বাটাপুর ক্যাম্পে ভারতীয় পাইলট।
নয়াদিল্লি: জল্পনা, প্রতীক্ষার অবসান। ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হল অভিনন্দন বর্তমানকে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে রাতেই ভারতের হাতে তুলে দিতে পারে পাকিস্তান।এর পরেই ভারতের মাটিতে পা রাখবেন তিনি।
গত ২ দিন ধরে পাকিস্তানের কব্জায় থাকা ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে কেন্দ্র করে যে তীব্র উত্কন্ঠা, উদ্বেগ বহাল ছিল, তা শেষ অধ্যায়ে পৌঁছল আজ বিকালে। ইসলামাবাদ থেকে বিশাল কনভয়ে তাঁকে লাহৌর নিয়ে আসা হয়। সেখান থেকে ভারত, পাকিস্তানের ওয়াঘা সীমান্ত। তাঁকে স্বাগত জানাতে সেখানে হাজির বায়ুসেনার টিম সহ তাবড় উচ্চপদস্থ সরকারি কর্তারা। আত্তারি-ওয়াঘা সীমান্তে সাজ সাজ রব। পাকিস্তান থেকে ছাড়া পেয়ে কখন তিনি দেশের মাটিতে পা রাখবেন, তুমুল কৌতূহল, আগ্রহ রয়েছে সারা দেশে। এর মধ্যেই রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, প্রতিটি ভারতীয় অভিনন্দনের জন্য গর্বিত ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
LIVE: ভারতে ফিরলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান
Web Desk, ABP Ananda
Updated at:
01 Mar 2019 04:37 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -