কলকাতা: #লাল সমুদ্র আটকালে বাংলায় সুনামি আসবে। বললেন সিপিএম এমপি মহম্মদ সেলিম। তিনি বলেন,
দুর্নীতিবাজ, তোলাবাজ তৃণমূলকে তাড়াতে হবে’
‘পাঁচ বছর ধরে দেশের মানুষকে ভাঁওতা দেওয়া হয়েছে’
‘বাজেটের নামে জুমলা দিয়েছে মোদি সরকার’
‘এতদিন পর কৃষকদের কথা মনে পড়ল?’
‘বিজেপির আমলে কৃষকরা দাম পাচ্ছে না’
‘মোদি বলেছেন কৃষকদের আয় দ্বিগুণ করেছেন’
‘মমতা বলছেন কৃষকদের আয় তিনগুণ করেছেন’
‘তাহলে এখন ভোটের আগে টাকা দিচ্ছেন কেন?’
‘ওদের কাছে আরএসএস হচ্ছে দেশপ্রেমিক’
‘মোদি বলেছিলেন কংগ্রেসমুক্ত ভারত’
‘মমতা বলেছেন কংগ্রেসমুক্ত বাংলা’


#কিছুদিন আগে একটা ব্রিগেড হয়েছিল, আজ আর একটা হচ্ছে। আজ বক্তা কম, শোনার লোক বেশি। পশ্চিমবঙ্গ ধ্বংসের পথে চলেছে। এটা আটকানো শুধু নেতাদের কাজ নয়। বললেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলছেন,
#আপনারা ভোটারদের কাছে যান।
‘#শুধু বিজেপি হটাও, তৃণমূল হটাও বললে হবে না।
‘#বিকল্প পথের সন্ধান দিতে হবে।
‘ #পাঁচ বছরে কৃষকদের আয় তিনগুণ হয়েছে, পৃথিবীতে কোথাও এর নজির নেই।
‘#চপ ও পকোড়া ভাজতে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর দরকার নেই।
#‘আপনি এখান থেকে শিল্প তাড়াচ্ছেন়।



#পাঁচ বছর আমাদের পকেট মেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর আমাদের টাকা আমাদেরই দেবেন বলছেন। বললেন সীতারাম ইয়েচুরি। ব্রিগেডের বাম সমাবেশ থেকে বিজেপি, তৃণমূলকে চড়া সুরে আক্রমণ করেন সিপিএম সাধারণ সম্পাদক। তিনি মোদিকে নিশানা করে বলেন, অন্য দলের সদস্য বলে আপনাদের সরাতে চাই না, আপনাদের সরাতে চাই, কারণ আপনারা দেশের ক্ষতি করছেন। ‘রাফালকাণ্ডের টাকা কার কাছে গেল, প্রশ্ন করেন তিনি। বলেন, দেশের নেতা নয়, নীতি চাই। সেই নীতি মোদি আনতে পারবেন না। একমাত্র লাল ঝান্ডাই সেই পথ দেখাতে পারে। দেশকে লুঠ করে, এমন চৌকিদার চাই না’। চৌকিদারকে ছুটি দেওয়ার সময় এসে গেছে।‘মোদি বলছেন শ্রমিকদের ৩ হাজার টাকা পেনশন দেবেন। তার আগে তিরিশ বছর মাসে একশো টাকা করে দিতে হবে। সেই সময় তিন হাজার টাকার মূল্য কত দাঁড়াবে?
মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড সমাবেশে যে ভাষায় গুজরাত দাঙ্গার উল্লেখ করে মোদিকে আক্রমণ করেছেন, তার উল্লেখ করে ইয়েচুরি প্রশ্ন করেন, গুজরাত হিংসার পরও কেন্দ্রের ক্যাবিনেটে গেলেন কেন মমতা?

# বিজেপিকে প্রত্যক্ষভাবে সাহায্য করে তৃণমূল। বিজেপি আর তৃণমূল, একই বৃন্তের দুটো ফুল। ব্রিগেডের সভায় মন্তব্য বিমান বসুর।