WB News Live: ১ সেপ্টেম্বর উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক, থাকতে পারেন দিলীপ ও শুভেন্দু
জেনে নিন জেলার সব খবরের আপডেট
১ সেপ্টেম্বর উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক।বৈঠকে থাকতে পারেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী।শিলিগুড়ির বৈঠকে উত্তরবঙ্গে সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে আলোচনা।উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার জন্য দাবি জানিয়েছেন বিজেপি সাংসদরা।সাংসদদের দাবি ঘিরে তৈরি হচ্ছে বিভ্রান্তি।‘উত্তরবঙ্গের মানুষের দাবি ও রাজনৈতিক কর্মসূচির মেলবন্ধনের চেষ্টা করা হবে’,রাজ্য বিজেপি সূত্রে খবর
কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মোবাইল ফোন সিবিআইয়ের কাছে জমা দিলেন দাদা বিশ্বজিৎ সরকার। এতদিন মোবাইল ফোনটি লুকিয়ে রেখেছিলেন বলে দাবি মৃত বিজেপি কর্মীর দাদার। অভিজিৎ মৃত্যু তদন্তে এই মোবাইল ফোনই বড় হাতিয়ার হয়ে উঠবে বলে দাবি অভিজিতের পরিবারের।
মৃত্যুর আগে করোনা রিপোর্ট পজিটিভ, এক বছর পর রিপোর্টে করোনা নেগেটিভ !ইছাপুরে ২০২০ সালের জুলাই মাসে মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তরুণের।মৃত্যু হয় ইছাপুরের দ্বাদশ শ্রেণির ছাত্রের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। বেলঘরিয়া থানা, মিডল্যান্ড নার্সিংহোম, কামারহাটি ইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ। গাফিলতির অভিযোগ সাগর দত্ত হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজের বিরুদ্ধে। মৃত শুভজিতের আরটিপিসিআর টেস্ট, ভিসেরা টেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট। আজ আরটিপিসিআর রিপোর্ট বাড়িতে পাঠায় বেলঘরিয়া থানা। মৃত তরুণের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ‘আদালতে বিচারাধীন, পুলিশের তদন্ত সহযোগিতা করছি, আগামী দিনেও করব’,প্রতিক্রিয়া কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের
‘এখনও পর্যন্ত দেশে ৫০ শতাংশেরও বেশি শিশু করোনা আক্রান্ত হয়েছে’,চাঞ্চল্যকর তথ্য চতুর্থ জাতীয় সেরো সার্ভে রিপোর্টে। ‘অযথা আতঙ্কের কিছু নেই’, জানাল আইসিএমআর। ‘যে সমস্ত রাজ্যে টিকাকরণের হার ভাল, তারা ধীরে ধীরে স্কুল খুলতে পারে’, জানালেন আইসিএমআর-এর গবেষক সমীরণ পাণ্ডা। করোনার দ্বিতীয় ঢেউ আসেনি, এমন রাজ্যে তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত। সেইসব রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ আইসিএমআর-এর
লোকাল ট্রেন না চলায় অতিরিক্ত বাসের ভাড়া নেওয়ার অভিযোগে কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কোলাঘাট থানার পুলিশ গিয়ে অবরোধ তুলতে বচসা বাধে যাত্রীদের সঙ্গে।
দফায় দফায় চলছে বৃষ্টি। সন্ধ্যা নামতেই মায়াপুর ইসকন মন্দিরে ভক্তের সমাগম বাড়ছে বৃষ্টি উপেক্ষা করেই। চলছে সন্ধ্যারতি। পুরো ইসকন মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে রংবেরঙের আলোকসজ্জায়।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বনকালী এলাকায় একটি পুকুরের ধার থেকে উদ্ধার হল বহু ভোটার সচিত্র পরিচয়পত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ।পুলিশ ভোটার সচিত্র পরিচয়পত্র উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে কাল কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের সেচমন্ত্রী-সহ তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল। দিল্লি গেলেন মানস ভুঁইয়া, শিউলি সাহা, জুন মালিয়া, হুমায়ুন কবীররাও।বৈঠক হবে, কাজ হবে না। কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত চালু হল টয় ট্রেন। ২০১৮-এ চালু হওয়ার কয়েকদিন পর বন্ধ হয়ে যায় এই পরিষেবা। পাহাড় পথে, চা বাগানের মধ্যে দিয়ে এই জঙ্গল সাফারি পর্যটকদের মন কাড়বে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও রাজ্যে বাড়ল মৃত্যুর সংখ্যা।গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫১০ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের।কমেছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২৭ হাজার
অশোকনগরের গুমার মানিকনগর উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা। লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি। ভ্যাকসিন গ্রহীতাদের অভিযোগ, তিনদিন ধরে লাইন দিয়েও ভ্যাকসিন না নিয়েই ফিরে যেতে হয়েছে। এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ। অনেকেরই দাবি, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মানা হচ্ছে না সরকারি নির্দেশ। এদিন ক্ষোভে ফেটে পড়েন ভ্যাকসিন গ্রহীতারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এসএসকেএমে প্যারামেডিক্যালের পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ। আট দফা দাবিতে তিনদিন ধরে বিক্ষোভ।এসএসকেএমের ভিতর স্টুডেন্ট হস্টেলের সামনে তিনদিন ধরে বিক্ষোভ।স্টাইপেন্ড বৃদ্ধি, চিকিৎসক-নার্সদের সমতুল্য সম্মান দেওয়ার দাবি
বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বরখাস্তের প্রতিবাদে অব্যাহত উপাচার্যর বাড়ির সামনে অবস্থান। সেন্ট্রাল গেটে ব্যানার টাঙানো নিয়ে বচসা। পড়ুয়া বিক্ষোভের জেরে সমস্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত করল বিশ্বভারতী।
বকেয়া পুরভোট ও জিটিএ-তে নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে দার্জিলিং জেলা সিপিএম। জানালেন প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।
আগরতলায় আক্রান্ত টিএমসিপি সদস্য শুভঙ্কর দেবকে দেখতে এসএসকেএমে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে হামলার শিকার হন শুভঙ্কররা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কলকাতায়।
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে বীরভূমে সিবিআই। শান্তিনিকেতনের পর ইলামবাজারে কেন্দ্রীয় তদন্তকারী দল। ভোটের ফলপ্রকাশের দিন ইলামবাজারে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ।বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ।ঘটনাস্থলে গেলেন সিবিআই আধিকারিকরা।
মৃত্যুপুরী আফগানিস্তান থেকে ফিরলেন রাজ্যের আরও এক বাসিন্দা। রিপন স্ট্রিটের বাসিন্দা মোল্লা আজারুল হক আফগানিস্তানে অধ্যাপনা করতেন।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে এবার জগদ্দলে সিবিআই। ভোটের ফলপ্রকাশের দিন তৃণমূল সমর্থক আকাশ যাদবকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে আজ জগদ্দলে আকাশ যাদবের বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক। বনধের ডাক পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের।কাল সকাল ৬ থেকে বুধবার সকাল ৬ অবধি অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধের সম্ভাবনা
ব্যাঙ্কে ঢুকে দাদাগিরি তৃণমূল নেতার! বারুইপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীকে চড় তৃণমূল নেতার!
ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কয়েকদিন আগে হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা রাবিয়া বাঁশুরি এবং তার স্বামী ওয়াইদুল রহমান ব্যাঙ্কে যান। ব্যাঙ্কে ঢুকেই ম্যানেজারকে হুমকি দিতে শুরু করেন। ব্যাঙ্কেরই এক কর্মী তা মোবাইল বন্দি করছিলেন। সেই সময় তৃণমূল নেতা তথা হরহরিপুর পঞ্চায়েতের সদস্যার স্বামী ওয়াইদুল রহমান ওই ব্যাঙ্ক কর্মীকে মারধর করতে শুরু করেন। বারুইপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রিজেন্ট পার্কে তরুণের হাতে আক্রান্ত মা-বোন। মা-বোনকে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতালে ভর্তি মা, অবস্থা আশঙ্কাজনক
ট্যাংরার বৈশালীতে বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে ভেঙে পড়ল একতলা বাড়ি।বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পাশের আরও পাঁচটি বাড়ি।ঘটনাস্থলে পুলিশ, ফরেন্সিক টিম
বিশ্বভারতীর তিন পড়ুয়া বরখাস্তর প্রতিবাদে পথে আশ্রমিক-বাসিন্দারা। বকুলতলা মোড় থেকে উপাচার্যর বাড়ি পর্যন্ত মিছিল। বিশ্বভারতীর সেন্ট্রাল গেটে ব্যানার টাঙানো ঘিরে উত্তেজনা। নিরাপত্তা রক্ষীরা বাধা দেওয়ায় পড়ুয়াদের সঙ্গে বচসা বাধে। এই পরিস্থিতিতে সমস্ত কর্মীদের ছুটি বাতিল বিশ্বভারতীর। তাঁদের ক্যাম্পাস ছাড়তে নিষেধ করা হয়েছে।
মুকুল রায়ের পর তন্ময় ঘোষ। বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন আরেক বিধায়কের। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে শাসকদলে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। বিজেপিত্যাগী বিধায়কের দাবি, বাংলার সংস্কৃতি বিরোধী কাজ করছে বিজেপি।
হাসপাতাল থেকে ছুটি পেলেন নুসরত জাহান। নবজাতককে নিয়ে ফিরলেন বালিগঞ্জের বাড়িতে। এদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে তারকা-সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মীরা। সদ্যোজাতকে কোলে নিয়ে গাড়িতে ওঠেন অভিনেতা যশ দাশগুপ্ত। ২৬ অগাস্ট, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরত।
বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল সদস্যরা। মালদার বীরনগর দুনম্বর গ্রামপঞ্চায়েতের ঘটনায় ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। কাটমানি ও অন্তর্ঘাতের অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বীরভূমে গেল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। শান্তিনিকেতনে বিজেপি সমর্থক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন নির্যাতিতার বাড়িতে যান সিবিআই অফিসাররা। শান্তিনিকেতন থানার পুলিশ সঙ্গে থাকলেও তাদের বাড়িতে ঢোকায় আপত্তি জানায় সিবিআই। এর আগে এদিন শান্তিনিকেতন থানাতেও যান সিবিআই অফিসাররা।
কোভিড পরিস্থিতির সুযোগ নিয়ে কাজ না করেই ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জলপাইগুড়ির ধূপগুড়ির গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ঝাড়শালবাড়ি গ্রামে ডুডুয়া নদীর বাঁধের মাটি কাটার জন্য প্রায় ২২ লক্ষ টাকা মঞ্জুর হয়। করোনা আবহে কাজ শুরুই হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, কাজ না হলেও পঞ্চায়েত অফিস টাকা তুলে নেন বিজেপির পঞ্চায়েত সদস্য। এ নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। তৃণমূল প্রধানও বিজেপি পঞ্চায়েত সদস্যের ঘাড়েই দায় চাপিয়েছেন। যদিও অভিযুক্ত বিজেপি সদস্যের দাবি, গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে।
মাঠের ধারে ঝোপ থেকে বল কুড়োতে গিয়ে নরকঙ্কাল দেখে আঁতকে উঠেছিল কিশোর। গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে শ্যামনগরে ছড়ায় আতঙ্ক। ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গুড়দহ খেলার মাঠে গতকাল রাতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে খবর, খেলার সময় মাঠের ধারে ঝোপের মধ্যে নরকঙ্কাল পড়ে থাকতে দেখে এক কিশোর। পরে জগদ্দল থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে। জনবহুল এলাকায় এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। কোথা থেকে নরকঙ্কাল এল খতিয়ে দেখছে পুলিশ।
সিআইডি অফিসার পরিচয়ে মহিলাকে চাকরির টোপ দিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। গড়িয়া থেকে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম শেখর গঙ্গোপাধ্যায়। বালিগঞ্জের বাসিন্দা। অভিযোগ, সিআইডি অফিসার পরিচয় দিয়ে এক মহিলাকে চাকরির টোপ দিয়ে কুপ্রস্তাব দেন ওই প্রৌঢ়। ২৭ জুলাই বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে বোর্ড অফ মেডিক্যাল কাউন্সিলের একটি কার্ড। সেটি ভুয়ো বলেই অনুমান। চিকিত্সক পরিচয়েও প্রতারণা হয়েছিল কি না খতিয়ে দেখছে পুলিশ।
মেদিনীপুর শহরে জোড়া শ্যুটআউটকাণ্ডে রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রচুর অস্ত্র। কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজা ওরফে সুমন সিংয়ের তিন শাগরেদকেও গ্রেফতার করেছে পুলিশ। জোড়া শ্যুটআউটকাণ্ডে এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। গতকাল রাতে মোটা রাজাকে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় অস্ত্র। তোলা আদায়ের জন্যই গুলি চলে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
বিনামূল্যের করোনা ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে। জড়িত রয়েছেন উপস্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন কর্মীও। পুড়শুড়ায় চাঞ্চল্যকর অভিযোগ তুললেন চিকিৎসক। তদন্ত কমিটি গঠন করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তুঙ্গে রাজনৈতিক তরজা।
প্রাতর্ভ্রমণে বেরিয়ে ভ্যাকসিন সেন্টারে গেলেন দিলীপ ঘোষ। অভিযোগ করলেন, রাজ্যে ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হচ্ছে। সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। এদিন মেদিনীপুর শহরের কেরানিতলায় একটি ভ্যাকসিন সেন্টার পরিদর্শনে যান দিলীপ ঘোষ। কথা বলেন স্বাস্থ্য কর্মী ও লাইনে অপেক্ষারত ভ্যাকসিন গ্রহীতাদের সঙ্গে। নিজের কেন্দ্রে সাধারণ মানুষের ভ্যাকসিন পেতে কোন সমস্যা হচ্ছে কি না, সেই সম্পর্কে খোঁজ নিতেই ভ্যাকসিন সেন্টারে আসা, দাবি বিজেপি সাংসদের। তাঁর দাবি ভ্যাকসিন হয়রানি রুখতে রাজ্য সরকারকে আরও সতর্ক হতে হবে। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জন্মাষ্টমীর দিন প্রথা মেনে বেলুড়মঠে কাঠামো পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন। স্বামী বিবেকানন্দর হাত ধরে ১৯০১ সালে বেলুড় মঠে শুরু হয়েছিল দুর্গা পুজো। এবার মঠের পুজো ১২১ বছরে পা দিল। মূল মন্দিরে চণ্ডীপাঠ, পূজার্চনার মাধ্যমে এদিন কাঠামো পুজো করা হয়। প্রথম দিকে কুমোরটুলি থেকে আনা হত প্রতিমা। পরে মঠে রেখে দেওয়া কাঠামোতেই প্রতিমা গড়া হয়।
ক্ষমতায় থাকতে অনেক সময় মিথ্যা বলে সরকার। সেই মিথ্যা সামনে নিয়ে আসতে বিদ্বজ্জনদের এগিয়ে আসা উচিত। মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করেই তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী দলগুলি।
উত্তরের কোচবিহার থেকে দক্ষিণের বীরভূম, বর্ধমান। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে, একাধিক জেলায় পৌঁছল CBI টিম। অনদিকে, নদিয়ার চাপড়ায়, বিজেপি কর্মী খুনের অভিযোগে ধৃত, দুই অভিযুক্তকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত।
বিরোধীদের হেনস্থার উদ্দেশ্যেই সব মামলার তদন্তভার অনুগত ইডি অধিকর্তার হাতে তুলে দিচ্ছেন! কয়লাকাণ্ডে ইডির তৎপরতা নিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা রাজ্যের শাসকদলের সমালোচনা করেছে বিজেপি।
প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বয়স হয়েছিল ৮৫ বছর। রাত ১১ টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। ১৯৩৬ সালের ২৯ শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেববাবু।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে আক্রান্ত ৬৫০, ৬ জনের মৃত্যু। ফের দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, একদিনে আক্রান্ত ৮৮ জন, ১ জনের মৃত্যু। দ্বিতীয় স্থানে কলকাতা, সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা।
কমল করোনার দাপট!
পুনের সিরাম ইনস্টিটিউট থেকে রাজ্যে এল ১৬ লক্ষ ৭০ হাজার কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ। এই প্রথমবার একসঙ্গে এত পরিমান ভ্যাকসিন রাজ্যে আসল। বাগবাজারের সেন্ট্রাল স্টোর থেকে জেলায় জেলায় ভ্যাকসিন বণ্টন।
ন’ বছরে পা দিল ট্যাংরার ডি সি দে রোডের অ্যাক্টিভ অ্যাক্রেস আবাসনের দুর্গোৎসব। রীতি মেনে খুঁটিপুজো হল আবাসন চত্বরে। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে সরকারি নির্দেশ মেনেই হবে পুজো।
৮টি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের নিয়ে এগরায় প্রথম সাংগঠনিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস। এলাকায় দুর্নীতি দমনের লক্ষ্যে কাঁথি সাংগঠনিক জেলায় অ্যান্টি কোরাপশন টিম গঠন করল শাসক দল।তৃণমূলের দুর্নীতি-রোধী পদক্ষেপ
ঋত্বিক প্রধান
৩ পড়ুয়াকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন। বিশ্বভারতীর উপাচার্যের বাড়ির সামনে ২ দিন ধরে ধর্না-অবস্থান পড়ুয়াদের একাংশের। এই নিয়ে প্রতিক্রিয়া মেলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নিরাপত্তা বাড়াতে ওই এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা।
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে বীরভূমের নলহাটিতে সিবিআই টিম। গত ১৪ মে, নলহাটিতে মনোজ জয়সওয়াল নামে এক বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
পশ্চিম বর্ধমানে বালি পাচার রুখতে তৎপর পুলিশ। পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতারের পর এবার পুলিশের জালে আরও ৭। বালি পাচারকাণ্ডে CBI তদন্তের দাবি বিজেপির। ভোটের আগে বালি মাফিয়ার টাকা নিয়েছে বিজেপি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বর্ধমানের কেতুগ্রামে, নিহত বিজেপি সমর্থকের বাড়িতে যায় সিবিআই টিম। বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থন করায়, কেতুগ্রাম 1 নম্বর ব্লকের শ্রীপুর গ্রামের বাসিন্দা বলরাম মাঝিকে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
কোচবিহারের চ্যাংড়াবান্ধায় বিএসএফের গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর। BSF-এর দাবি, অনুপ্রবেশকারীদের আটকানোর চেষ্টা হলে, হামলা চালায় তারা। এতে আহত হন দুই জওয়ান। আত্মরক্ষার্থে গুলি চালানো হয় বলে দাবি করেছে সীমান্তরক্ষী বাহিনী।
২ অনুপ্রবেশকারীর মৃত্যু
টেন্ডার দুর্নীতিকাণ্ডে ফের নতুন তথ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ধৃত রামশঙ্কর মোহান্তির ব্যাঙ্ক লকার থেকে প্রচুর সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার জমা পড়ার বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -