নয়াদিল্লি: রবিবার সকাল ১১টায় পঞ্চম দফায় কেন্দ্রের মোট ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
অনুরাগ বলেন, ‘আত্মনির্ভর ভারত প্যাকেজের পঞ্চম দফা ঘোষণা করা হল আজ। এই সঙ্কটের মধ্যে গ্রামীণ ভারত, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে জোর দেওয়া হয়েছে আজকের ঘোষিত প্যাকেজে।’ তিনি যোগ করেন, ‘পিএম ই-বিদ্যা ও মনদর্পন প্রকল্পগুলো শিশু ও পড়ুয়াদের মনে যাতে করোনার প্রভাব না পরে, সেটা নিশ্চিত করতে ঘোষণা করা হয়েছে।’
রবিবার সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমণ স্বাস্থ্যক্ষেত্রে জোর দেওয়ার কথা জানান। বলেন, ‘গ্রামীণ এলাকায় মহামারী মোকাবিলার পরিকাঠামো বাড়ানো হচ্ছে। হাসপাতালগুলিতে সংক্রামক রোগের চিকিৎসার ব্যবস্থা হবে। দেশের সব জেলায় সংক্রামক রোগের পরীক্ষার জন্য ল্যাব তৈরি হবে।‘ সেই প্রসঙ্গে অনুরাগ বলেন, ‘গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর সংস্কারের ফলে ভবিষ্যতে মহামারী পরিস্থিতির জন্য আমরা তৈরি থাকব। পাশাপাশি আয়ুষ্মান ভারত, ইন্দ্র ধনুশের মতো দূরদর্শী প্রকল্প দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটাবে।’ তিনি যোগ করেন, ‘পরিকাঠামোগত সংস্কারের ফলে ভারত অর্থনৈতিকভাবে ভীষণ শক্তিশালী (পাওয়ারহাউস) হয়ে উঠবে।’
সীতারমণ বলেন,‘করোনা মোকাবিলায় ৭ দফা পদক্ষেপ করছে কেন্দ্র। ১৫ হাজার কোটি টাকা করোনা মোকাবিলায় বরাদ্দ হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে দেশেই পিপিই তৈরি হচ্ছে। দেশে ৩০০-র বেশি পিপিই তৈরির সংস্থা গড়ে উঠেছে। ইন্টারনেটের সংযোগ নেই যাদের, তাদের জন্য স্বয়ম প্রভা ডিটিএইচ চ্যানেল চালু করা হয়েছে।‘ এখন আরও ১২ টি চ্যানেল যুক্ত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস ইতিমধ্যেই শুরু হয়েছে। ই-পাঠশালার ব্যবস্থা করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। সব রাজ্যে ই-টেক্সট বুক পাঠানো হবে। ওয়ান ক্লাস, ওয়ান চ্যানেল শুরু হতে চলেছে। রেডিও-র মাধ্যমেও ক্লাস করানোর ব্যবস্থা করা হবে। বিশেষ ভাবে সক্ষমদের জন্যেও ই-কনটেন্টের ব্যবস্থা হবে।’
অর্থনীতির ‘পাওয়ারহাউস’ হয়ে উঠবে ভারত, দাবি অনুরাগ ঠাকুরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2020 07:39 PM (IST)
রবিবার সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমণ স্বাস্থ্যক্ষেত্রে জোর দেওয়ার কথা জানান।
NEW DELHI, INDIA- JULY 30: Member of Parliament, Anurag Thakur clicked while addressing audience during Social media meet at Ambedkar International Centre in New Delhi. (Photo by K Asif/India Today Group/Getty Images)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -