নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন চলছে, তার ফলে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এমনই জানিয়েছে নাসা। রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং লোকজন দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে থাকায় দূষণ কমেছে। নাসার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, উত্তর ভারতে দূষণ গত ২০ বছরে সর্বনিম্ন।
নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে ইউনিভার্সিটিজ স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশনের বিজ্ঞানী পবন গুপ্ত জানিয়েছেন, ‘আমরা জানতাম, লকডাউনের সময় বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডলে পরিবর্তন দেখতে পাব। কিন্তু আমি এর আগে বছরের এই সময় ভারতে গাঙ্গেয় উপত্যকায় দূষণের মাত্রা এত কোনওদিন দেখিনি। লকডাউন শুরু হওয়ার পর প্রথম কয়েকদিন কিছু বোঝা যায়নি। ২৭ মার্চ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে আকাশ পরিষ্কার হয়ে যায়। এরপর থেকেই দূষণের মাত্রা কমে যাওয়ার বিষয়টি বোঝা যায়।’
মার্কিন বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের কার্যনির্বাহী সচিব অ্যলিস জি ওয়েলশ জানিয়েছেন, ‘২০১৬ থেকে শুরু করে প্রতি বসন্তে নাসা এই ছবি তুলেছে। ভারতের আকাশে ভাসমান ধূলিকণার মাত্রা ২০ বছরে সবচেয়ে কম। ভারত ও বিশ্বের বাকি দেশগুলি ফের যখন একসঙ্গে কাজ করবে এবং ভ্রমণ শুরু হবে, তখন ভুলে গেলে চলবে না, একসঙ্গে কাজ করলে দূষণমুক্ত বাতাস পাওয়া যায়।’
লকডাউনের জের, উত্তর ভারতে ২০ বছরে দূষণের মাত্রা সবচেয়ে কম, জানাল নাসা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2020 12:33 PM (IST)
রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং লোকজন দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে থাকায় দূষণ কমেছে।
NEW DELHI, INDIA - APRIL 20: Clouds over the India gate which was closed for tourist during the nationwide lockdown to limit the coronavirus on April 20, 2020 in New Delhi, India. With vehicles off the road and industries shut due to the ongoing lockdown imposed to combat the coronavirus outbreak, the presence of major pollutants in the air PM2.5, PM10 and NOx has reduced by at least 50 per cent in Delhi NCR. (Photo by Mohd Zakir/Hindustan Times via Getty Images)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -