নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। এই তালিকায় ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ ১৫ জনের নাম রয়েছে। উত্তরপ্রদেশের ১১ জন এবং গুজরাতের চারজন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। সনিয়া ও রাহুল যথাক্রমে রায়বরেলি ও অমেঠি থেকেই প্রার্থী হচ্ছেন।


আজ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রথম দফার প্রার্থীতালিকা চূড়ান্ত করা হয়েছে। ট্যুইটারে সেই তালিকা পোস্ট করেছে কংগ্রেস। গুজরাতের আনন্দ থেকে প্রার্থী হচ্ছেন ভরত সিংহ সোলাঙ্কি। ভডোডরার প্রার্থী প্রশান্ত পটেল। আমদাবাদ পশ্চিম থেকে প্রার্থী হচ্ছেন রাজু পারমার। ছোটা উদয়পুর কেন্দ্রের প্রার্থী রঞ্জিত রথওয়া।



উত্তরপ্রদেশের ১১ জন কংগ্রেস প্রার্থীর মধ্যে রাহুল ও সনিয়া ছাড়াও আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ ও আরপিএন সিংহ। খুরশিদ প্রার্থী হচ্ছেন ফারুখাবাদ থেকে। আরপিএন সিংহ কুশীনগর কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন।