কলকাতা: রাফাল যুদ্ধ বিমান সংক্রান্ত ফাইল প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনার তদন্ত দাবি করেছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। একইসঙ্গে এই কাজের ক্ষেত্রে ছুপা রুস্তম কে, তাও জানতে চেয়েছেন মমতা।

হিন্দিতে একটি ট্যুইটে মমতা  পুরো ঘটনাটি একটা তামাশা বলে অভিহিত করে ইঙ্গিত দিয়েছেন যে, লোকসভা ভোটের পরই এর ফল জানা যাবে।

তাঁর ট্যুইট, দেশের কী ধরনের তামাশা চলছে? প্রতিরক্ষামন্ত্রকের কাছ থেকেই নথিপত্র চুরি হয়ে যাচ্ছে। এটা তো দেশের পক্ষে একটা বিপজ্জনক পরিস্থিতি। সরকারের এ বিষয়ে বক্তব্য কী? এর পিছনে লুকিয়ে থাকা ব্যক্তি কে? এই ঘটনার অবশ্যই তদন্ত হওয়া দরকার।

তৃণমূল নেত্রী জনগণকে আর কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। কারণ, সাধারণ নির্বাচনের ফল শীঘ্রই বেরোবে।



উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল গতকাল বুধবার সুপ্রিম কোর্টে বলেছিলেন যে, প্রতিরক্ষামন্ত্রক থেকে রাফাল চুক্তি সংক্রান্ত ফাইল চুরি হয়েছে।