রায়পুর: আগামী মাসে কমতে পারে রান্নার গ্যাসের দাম। আজ এমনই জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছত্তিসগঢ়ে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটা বলা ঠিক নয় যে রান্নার গ্যাসের দাম ক্রমাগত বেড়ে চলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ফলেই এ মাসে রান্নার গ্যাসের দাম বাড়াতে হয়েছে। তবে ইঙ্গিত পাওয়া গিয়েছে, আগামী মাসে দাম কমতে পারে।’


পেট্রোলিয়াম মন্ত্রী আরও বলেছেন, ‘শীতকালে রান্নার গ্যাসের ব্যবহার বেড়েছে। সেই কারণে এই ক্ষেত্রে সরবরাহের চাপ বেড়েছে। এ মাসে দাম বাড়লেও, আগামী মাসে দাম কমবে।’

গত সপ্তাহে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু প্রায় দেড়শো টাকা বেড়েছে। ফলে দেশজুড়ে সাধারণ মানুষের উপর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে ভর্তুকির পরিমাণ দ্বিগুণ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার রান্নার গ্যাসের দাম কমবে বলেও আশ্বাস দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী।