এই গ্রহণের বিষয়ে জ্যোতির্বাজ্ঞানী জানিয়েছেন, আগামীকাল রাতে চাঁদকে স্বাভাবিকের তুলনায় সামান্য অন্ধকার মনে হবে। কারণ, প্রদক্ষিণ করার সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়বে। এই ঘটনা এতই সূক্ষ যে অধিকাংশ মানুষেরই চোখে পড়ে না। আগামীকাল এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ
Web Desk, ABP Ananda | 09 Jan 2020 11:09 PM (IST)
ভারতীয় সময় অনুযায়ী, আগামীকাল রাত ১০টা বেজে ৩৭ মিনিট ও ৪৪ সেকেন্ডে শুরু হবে গ্রহণ।
নয়াদিল্লি: কয়েকদিন আগেই সূর্যগ্রহণ হয়েছে। এবার চন্দ্রগ্রহণের পালা। ভারতীয় সময় অনুযায়ী, আগামীকাল রাত ১০টা বেজে ৩৭ মিনিট ও ৪৪ সেকেন্ডে শুরু হবে গ্রহণ। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু জায়গা থেকে দেখা যাবে গ্রহণ। ভারতে রাত ২.৪২ মিনিট ও ১৯ সেকেন্ড অবধি চলবে গ্রহণ।