নয়াদিল্লি: মধ্যপ্রদেশে চলতি রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই শনিবার বিজেপি বিধায়ক সঞ্জয় পাঠকের রিসর্ট গুঁড়িয়ে দেওয়া হল। প্রশাসন জানিয়েছেন, আগেই জমি জবরদখল সংক্রান্ত নোটিশ জারি হয়েছিল। এরপর ব্যবস্থা নেওয়া হল। অন্যদিকে সঞ্জয় কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ এনেছেন।
যদিও সরকারি জমি দখল সংক্রান্ত নোটিশ জারির পরও জায়গা দখলমুক্ত না হওয়ায় সঞ্জয় পাঠকের রিসর্টে বুলডোজার চালানো হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশের বান্ধবগড় প্রশাসন।
সঞ্জয়ের অবশ্য দাবি, বদলা নিতেই এই ব্যবস্থা নিয়েছে রাজ্যের কমলনাথ সরকার।
উল্লেখ্য, বিধায়ক কেনাবেচার অভিযোগ ঘিরে উত্তপ্ত মধ্যপ্রদেশের রাজনীতি। কংগ্রেস সঞ্জয়ের বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ করে। রাজ্য বিজেপির প্রথমসারির নেতাদের অন্যতম সঞ্জয় পাঠক।
এর আগে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিজেপির দুই বিধায়ক বিশ্বাস সারাঙ ও সঞ্জয় পাঠক কংগ্রেসের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার চেষ্টা ও চরবৃত্তি করার অভিযোগ এনেছিলেন।
সারাঙ অভিযোগ করেন, সরকার তাঁদের সুরক্ষাকর্মীদের ফিরিয়ে নিয়েছে এবং তাঁদের হত্যার ষড়যন্ত্র করছে। এমন অভিযোগ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সঞ্জয় পাঠকও করেছিলেন।