ভোপাল: মধ্যপ্রদেশে সরকার গড়ার পথে বাধা দূর কংগ্রেসের। মিলল চার নির্দল প্রার্থীর সমর্থন। এরা হলেন, ভগবানপুর থেকে জয়ী কেদার ডাবর, সুস্নেরের বিক্রম রানা, বারাসনির প্রদীপ জয়সবাল ও বুরহানপুরে জয়ী নির্দল প্রার্থী ঠাকুর শৈলেন্দ্র। পাশাপাশি, সমর্থন করেছেন বহুজন সমাজ পার্টিও। এদিন সাংবাদিক সম্মেলন করে মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেন দলের সুপ্রিমো মায়াবতী। তিনি বলেন, ‘বিজেপিকে রুখতে মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন করব।’ একইসঙ্গে, রাজস্থানেও কংগ্রেসকে সমর্থন করবে বিএসপি বলে জানিয়ে দেন তিনি। মায়াবতী বলেন, ‘বিজেপির উপর বিরক্ত মানুষ। বিজেপির দুঃশাসনের কারণেই ভোট পড়েছে কংগ্রেসের দিকে।’ মধ্যপ্রদেশে বিধানসভা আসন ২৩০। ম্যাজিক ফিগার ১১৬। কংগ্রেস পেয়েছে ১১৪টি আসন। বিজেপি জয়ী হয়েছে ১০৯টি আসনে। যদিও ইতিমধ্যেই কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে দাবি করেছেন কমলনাথ। তিনি জানিয়েছেন, সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠিও দেওয়া হয়েছে।