আইএনএস আরিহান্টের প্রথম টহলদারি সম্পূর্ণ হওয়ায় এ বারের ধনতেরসের দিনে বিশেষ মাত্রা যোগ হল বলে মন্তব্য করেছেন মোদি।
একাধিক ট্যুইটের মাধ্যমে মোদি বলেছেন, ‘ভারতের গর্ব, পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন আইএনএস আরিহান্টের প্রতিরোধমূলক টহলদারির এক বছর পূর্ণ হল। আমাদের দেশের ইতিহাসে এই অবস্মরণীয় কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সবাই, বিশেষ করে আইএনএস আরিহান্টের ক্রুদের অভিনন্দন জানাই’।
মোদি বলেছেন, বহির্জগতের বিপদ থেকে দেশের সুরক্ষায় সাহায্যের পাশাপাশি এই অঞ্চলে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সহায়ক হবে আইএনএস আরিহান্ট।
প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে নির্ভরযোগ্য পরমাণু প্রতিরোধমূলক ব্যবস্থা থাকা প্রয়োজন।