মহারাষ্ট্রের ধুলেতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ১০
ABP Ananda, Web Desk | 31 Aug 2019 02:05 PM (IST)
পুলিশ জানিয়েছে, কারখানায় থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডার আচমকা পরপর ফেটে যায়।
ধুলে: মহারাষ্ট্রের ধুলে এলাকার এক রাসায়নিক কারখানায় পরপর গ্যাস সিলিন্ডার ফেটে অন্তত ১০জনের মৃত্যু হয়েছে। আহত ৪০। সকাল পৌনে দশটা নাগাদ ওয়াঘাদি গ্রামের ওই কারখানায় বিস্ফোরণ হয়। কারখানায় তখন অন্তত ১০০ কর্মী ছিলেন। এখনও অন্তত ৫০-৬০ জনের আগুন আর ধোঁয়ার ভেতরে বন্দি হয়ে থাকার আশঙ্কা। পুলিশ জানিয়েছে, কারখানায় থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডার আচমকা পরপর ফেটে যায়। উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করেছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারে হাত লাগিয়েছে পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, দমকল সহ অন্যান্যরা।