মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে টিকিট বন্টন নিয়ে শিবসেনার অন্দরে অসন্তোষ। কল্যাণ (পূর্ব) আসনের প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে দলের ২৮ কর্পোরেটর ও প্রায় ২০০ জন কর্মী ইস্তফা দিলেন। বিজেপি ও শিবসেনার আসন সমঝোতা অনুসারে এই আসনে এনডিএ প্রার্থী বিজেপির গণপত গায়কোয়াড়। তিনি দুইবারের বিধায়ক।এই আসনটি বিজেপির জন্য বরাদ্দ হওয়ায় শিবসেনা কর্মীদের একাংশ খুবই ক্ষুব্ধ। তাঁদের দাবি, এই আসনের জন্য গায়কোয়াড় কিছুই করেননি। ক্ষুব্ধ কর্মী ও কর্পোরেটররা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে তাঁদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তাঁরা আসন বন্টন নিয়ে তাঁদের অসন্তোষের কথা উল্লেখ করেছেন। তাঁরা ওই আসনে ধনঞ্জয় বোদারেকে প্রার্থী করার দাবি জানিয়েছেন। ধনঞ্জয় পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ২৭ বছর ধরে তিনি শিবসেনার সঙ্গে যুক্ত।
কল্যাণ(পূর্ব) আসনে গায়কোয়াড় বিজেপি-শিবসেনা জোটের প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর ধনঞ্জয় দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং এই আসনে তিনি নির্দল হিসেবে প্রার্থী হয়েছেন।
কল্যাণ (পূর্ব) কেন্দ্রের শিবসেনা নেতা শরদ পাতিল বলেছেন, গায়কোয়াড় এই আসনের বর্তমান বিধায়ক। কিন্তু এলাকার জন্য কোনও কাজই করেননি তিনি। তিনি ঠিকমতো কাজ করতে না পারায় আমরা ভেবেছিলাম যে, জোট অন্যদের সুযোগ দেবে। এজন্যই আমরা একসঙ্গে দল থেকে ইস্তফা দিয়েছি এবং এবারের ভোটে ধনঞ্জয়কে সমর্থন করব।
উল্লেখ্য, বেশ কয়েক সপ্তাহ টানাপোড়েনের পর বিজেপি ও শিবসেনা আসন সমঝোতা চূড়ান্ত করেছে। শিবসেনা বিজেপির সমসংখ্যক আসনে লড়াইয়ের দাবি করেছিল। কিন্তু শেষপর্যন্ত ঠিক হয়েছে ২৮৮ আসনের মধ্যে ১২৪ আসনে তারা লড়াই করবে। অন্যান্য ছোটখাটো জোট শরিকদলের সঙ্গে বিজেপি ১৬৪ আসনে লড়াই করবে।
বিধানসভা ভোটের আগে টিকিট বন্টন নিয়ে অসন্তোষ শিবসেনা শিবিরে, ইস্তফা ২৮ কর্পোরেটরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2019 06:17 PM (IST)
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে টিকিট বন্টন নিয়ে শিবসেনার অন্দরে অসন্তোষ। কল্যাণ (পূর্ব) আসনের প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে দলের ২৮ কর্পোরেটর ও প্রায় ২০০ জন কর্মী ইস্তফা দিলেন। বিজেপি ও শিবসেনার আসন সমঝোতা অনুসারে এই আসনে এনডিএ প্রার্থী বিজেপির গণপত গায়কোয়াড়। তিনি দুইবারের বিধায়ক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -