ভিন্ন সম্প্রদায়ের লোকজনের একই বিছানায় শোয়ার ব্যবস্থা নিয়ে আপত্তি, ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের
Web Desk, ABP Ananda | 10 Oct 2019 04:20 PM (IST)
ব্রাহ্মণ মহাসভাও ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
গাজিয়াবাদ: সলমন খানের সঞ্চালনায় চলা টিভি শো ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি জানালেন উত্তরপ্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। তাঁর অভিযোগ, এই শো অশ্লীলতা ছড়াচ্ছে এবং ভারতের সামাজিক নৈতিকতায় আঘাত করছে। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, ‘বিগ বস ১৩’-র বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নন্দকিশোরের অভিযোগ, ‘বিগ বস ১৩ অশালীনতা, অশ্লীলতা ছড়াচ্ছে। পরিবারের সবাই একসঙ্গে বসে এই শো দেখতে পারেন না। এই শো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এই শোয়ে অত্যন্ত আপত্তিকর ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়। ভিন্ন সম্প্রদায়ের লোকজনকে একই বিছানায় শুতে বাধ্য করা মেনে নেওয়া যায় না।’ এই বিজেপি বিধায়ক আরও বলেছেন, ‘একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের হৃতগৌরব ফেরানোর জন্য কঠোর পরিশ্রম করছেন, অন্যদিকে বিগ বসের মতো শো ভারতীয় সংস্কৃতির ক্ষতি করছে। নাবালকরাও টিভি দেখে। ফলে প্রাপ্তবয়স্কদের জন্য হওয়া অনুষ্ঠানও তারা দেখে। ইন্টারনেটেও এই ধরনের শো দেখা যায়। তাই অবিলম্বে এই শো বন্ধ করে দেওয়া উচিত। টেলিভিশনে সম্প্রচারিত বিষয়বস্তুর উপর সেন্সর বোর্ডের নজরদারি চালানো উচিত।’ ব্রাহ্মণ মহাসভাও ‘বিগ বস ১৩’ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ব্রাহ্মণ মহাসভার পক্ষ থেকে এ বিষয়ে গাজিয়াবাদের জেলাশাসককে স্মারকলিপিও দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনার সভাপতি অমিত জানি বলেছেন, ‘সরকার যতদিন না বিগ বস ১৩ নিষিদ্ধ করছে, আমি ফল ও সবজি ছাড়া আর কিছু খাব না। এই শো অশ্লীলতা ছড়াচ্ছে এবং যুবসমাজকে বিপথে চালিত করছে। অল্পবয়সি ছেলে-মেয়েদের একই বিছানায় শোয়া টিভিতে দেখানো মেনে নেওয়া যায় না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমাদের নীতি-পুলিশ হিসেবে দাবি করা আরএসএস এ বিষয়ে কিছুই বলছে না।’