মুম্বই: সমস্ত জল্পনাকল্পনা ও টানাপোড়েনের অবসান ঘটিয়ে আগামী লোকসভা ও মহারাষ্ট্রে আগামী বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা করল বিজেপি ও শিবসেনা। বিজেপি সভাপতি অমিত শাহ ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের মধ্যে বৈঠকের পর জোটের সিদ্ধান্ত নেওয়া হয়। মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে বিজেপি ২৫ এবং শিবসেনা ২৪ আসনে লড়াই করবে। অমিত শাহ ও উদ্ধবের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এ কথা জানিয়েছেন। সমঝোতা সূত্র অনুসারে, বিধানসভা নির্বাচনে দুটি দলই সমসংখ্যক আসনে লড়াই করবে।
অমিত শাহ বলেছেন, বিজেপি ও শিবসেনার কর্মীরা এটাই চেয়েছিলেন। তাঁদের সেই মনোস্কামনা পূর্ণ হল। উদ্ধব ঠাকরের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবসেনা ও অকালি দল সর্বদাই বিজেপির পাশে থেকেছে। আলোচনার মাধ্যমে সমস্ত মতবিরোধের নিষ্পত্তি হয়েছে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, প্রকাশ জাভড়েকরও উপস্থিত ছিলেন।
ফড়নবীশ বলেছেন, বিজেপি ও শিবসেনা গত ২৫ বছর একসঙ্গে রয়েছে। কোনও কোনও বিষয়ে দুই দলের মতভেদ হয়েছে। কিন্তু দুটি দলের মতাদর্শে মিল রয়েছে। সেজন্যই দুটি দল এত বছর একসঙ্গে রয়েছে।
ফড়নবীশ বলেছেন, গত বিধানসভা নির্বাচনে কিছু কারণে দুটি দল একসঙ্গে লড়াই করতে পারেনি। কিন্তু গত পাঁচ বছর কেন্দ্রে একজোট হয়ে সরকার চালিয়েছে দুটি দল। আগামী নির্বাচনগুলিতে জোট বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একে অপরের সঙ্গে এবং একে অপরের সঙ্গে আলোচনা করে এগোবে দুটি দল।
এদিন জয়পুর থেকে মুম্বইয়ে এসে একটি অভিজাত হোটেল বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন অমিত শাহ। এরপর তিনি শিবসেনা প্রধানের বাসভবন মাতোশ্রীতে যান।
উল্লেখ্য, এর আগে ঠাকরে সব শিবসেনার অন্যান্য নেতারা আগামী নির্বাচনে একার শক্তিতে লড়াইয়ের কথা বলেছিলেন। এক বছর আগে ঠাকরের দল আগামী ভোটে একলা লড়াইয়ের প্রস্তাব নিয়েছিল।
২০১৪-তে একসঙ্গে লোকসভা ভোটে লড়াই করেছিল বিজেপি ও শিবসেনা। বিজেপি ২৩ ও শিবসেনা ১৮ আসনে জিতেছিল। কিন্তু ২০১৪-র অক্টোবরে বিধানসভা নির্বাচনে দুই দল পৃথকভাবে লড়াই করেছিল। পরে আবার একসঙ্গে সরকার গঠন করে। কেন্দ্র ও রাজ্যে শরিক হওয়া সত্ত্বেও বিজেপি ও শিবসেনার মধ্যে এতদিন তীব্র টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনের অবসান হল আজ।