মুম্বই: মহারাষ্ট্রের পালঘরের পর ঠানেতে হাসপাতালে আগুন। এই ঘটনায় চার রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঠানে জেলার মুম্ব্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঠানের পুলিশ ও দমকল বিভাগ সূত্রে খবর, ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় বলে খবর। পাঁচটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়। আইসিইউ-তে ভর্তি তিন রোগী সহ ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।


ঠানে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর তিনটে চল্লিশ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার সময় চার রোগীর মৃত্যু হয়।


উল্লেখ্য, এর আগের সপ্তাহেই মুম্বই থেকে ৭০ কিমি দূরে পালঘর জেলার বিরারে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় হাসপাতালের সিইও ও সিএও-কে গ্রেফতার করা হয়েছিল। কর্তব্যে গাফিলতি  ও অগ্নি সুরক্ষা বিধি অমান্য করার অভিযোগ তাঁদের গ্রেফতার করা হয়েছিল। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, তদন্ত দেখা গিয়েছে যে, হাসপাতাল রাজ্য ও সুপ্রিম কোর্টের বিভিন্ন নিয়ম ও নির্দেশিকা লঙ্ঘন করেছে। হাসপাতালটিতে এ বছরে অগ্নি সুরক্ষা নিয়ে অডিটও করা হয়নি। সেইসঙ্গে দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেটও এ বছর সংগ্রহ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।


 বিরার পশ্চিমে বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউ-তে এই অগ্নিকাণ্ড ঘটে। ভাসাই বিরার পুর কর্তৃপক্ষ জানিয়েছিল যে, এই দুর্ঘটনায় ১৫ কোভিড আক্রান্তের মৃত্যু হয়। ১৭ করোনা আক্রান্তর সেখানে চিকিৎসা চলছিল। আহত রোগীদের দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চার তলার এই হাসপাতালের দুই তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের আইসিই-তে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণেই আইসিইউ-তে আগুন ধরে যায় বলে জানা গিয়েছিল।জেলা বিপর্যয় নিয়ন্ত্রণ সেলের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছিলেন যে, আইসিইউ-র এসি ইউনিটে  বিস্ফোরনের পরই আগুন ধরে যায়। ভাসাই বিরার পুরসভার দমকল বিভাগ এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।