কলকাতা: বাংলায় আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার। গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২-তে। 


রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ল ৫ হাজার ৬৬৬। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১৫। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৩। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার ৮৫.৬১ শতাংশ।


গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছিল, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ১৫ হাজার ৯৯২ জন। রেকর্ড গড়ছিল দৈনিক মৃ্ত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৬৮ জনের। কলকাতায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ২৬ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৫ জন। মৃতের সংখ্যা ছিল ১১। 


এদিকে দিল্লির পর এবার এরাজ্যেও অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। ঘটনা রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের। ৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীদের মৃত্যু হয়েছিল সকাল ৭টা থেকে ১১টার মধ্যে। এর সঙ্গে অক্সিজেন অভাবের কোনও সম্পর্ক নেই। 


এরপরই রাজ্যে অক্সিজেনের অভাব নেই বলে বিজ্ঞপ্তি দিয়ে জানায় রাজ্য সরকার। পাশাপাশি অক্সিজেনের অভাব যাতে না হয়, তাই জন্য রাজ্য সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে, সেটাও বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্যের তরফে জানানো হয়েছে, ‘রাজ্যের ১০৫টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা আছে। আরও ৪১টি হাসাপাতালে করা হচ্ছে পাইপলাইনের ব্যবস্থা হচ্ছে। রাজ্যে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে।'পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলিকে বাড়তি সুবিধা দিয়ে বিজ্ঞতিতে বলা হয়েছে,‘হাসপাতালগুলি প্রয়োজনে অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণ করতে পারবে’। এছাড়া অক্সিজেন সরবরাহে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।