মুম্বই: মহারাষ্ট্রে এক ল্যাব টেকনিশিয়ানের কাণ্ডকারখানা তোলপাড় ফেলে দিয়েছে। ক্ষিপ্ত নারীবাদী সংগঠনগুলি। সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে।
কী করেছে ওই টেকনিশিয়ান? করোনাভাইরাস পরীক্ষা করাতে আসা এক মহিলার গোপনাঙ্গ থেকে সোয়াব নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এই ঘটনাটি ঘটেছে অমরাবতীর কোভিড ট্রমা সেন্টার ল্যাবে। নির্যাতিতা মহিলা ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
দিন কয়েক আগেই নির্যাতিতা ওই মহিলার এক সহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা দুজনে একটি মলে কাজ করতেন। তারপরই মহিলা নিজের উদ্যোগেই অমরাবতীর কোভিড ট্রমা সেন্টারে যান করোনাভাইরাস পরীক্ষার জন্য। সেখানেই ল্যাব টেকনিশিয়ান তাঁর সঙ্গে অভব্যতা করে বলে অভিযোগ তুলেছেন। নির্যাতিতা মহিলার দাবি, ওই ল্যাব টেকনিশিয়ান তাঁকে বলেছিলেন, করোনাভাইরাসের পরীক্ষার জন্য যোনিপথ থেকে সোয়াব নিতে হবে। আর তাতেই নাকি পরীক্ষার ফল নির্ভুল আসবে।
বাড়ি ফিরে ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন ওই মহিলা। নির্যাতিতার ভাই চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, করোনাভাইরাসের জন্য এমন কোনও পরীক্ষা নেই। তারপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা ও তাঁর পরিবার। এই ঘটনা সামনে আসতেই মহারাষ্ট্রের মহিলা ও শিশুবিকাশ মন্ত্রী যশোমতী ঠাকুর নড়চড়ে বসেছেন। ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
করোনা পরীক্ষার জন্য মহিলার গোপনাঙ্গ থেকে সোয়াব সংগ্রহ ল্যাব টেকনিশিয়ানের, তোলপাড় মহারাষ্ট্রে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2020 09:55 PM (IST)
নির্যাতিতার ভাই চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, করোনাভাইরাসের জন্য এমন কোনও পরীক্ষা নেই। তারপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা ও তাঁর পরিবার।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -