মুম্বই : রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে সংক্রমণ পরিস্থিতি। এই অবস্থায় আজ ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। থাকবেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। মহারাষ্ট্রে ফের পূর্ণ লকডাউন ঘোষণা হবে কি না, বৈঠকে আলোচনা হবে তা নিয়েও। মন্ত্রী আসলাম শেখ জানান, আজকের বৈঠকে মূলত স্ট্য়ান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে লকডাউনের নির্দেশিকা নিয়েও। এদিকে, টানা লকডাউন জল্পনার মধ্যেই শিবসেনা মুখপত্র 'সামনা' -য় একটি আর্টিকল প্রকাশিত হয়েছে। করোনার বৃত্ত ভাঙতে লকডাউন বাধ্যতামূলক - লেখা হয়েছে আর্টিকলটিতে।
এর আগে গতকাল কোভিড ১৯ টাস্ক ফোর্সের বৈঠক হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ সাংবাদিকদের জানান মহারাষ্ট্রে পূর্ণ লকডাউন হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত হবে ১৪ এপ্রিলের পরে। গতকালের বৈঠকেও লকডাউনের মেয়াদ, নতুন করে লকডাউন করা হলে অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে আলোচনা হয়। টাস্ক ফোর্সের মতে, পরিস্থিতি যা তাতে করে করোনার মারণ আঘাত রুখতে লকডাউন প্রয়োজন। বৈঠকে রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।
গতকালের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি টুইট করে জানানো হয়, মুখ্যমন্ত্রী অক্সিজেন, কোভিড বেডের প্রতুলতা, রেমডিসিভিরের ব্যবহার, চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল, পরিষেবা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। আলোচনা হয়েছে বিধিনিষেধ আরোপ এবং কোভিড নিয়ম না মানলে জরিমানা কেমন হবে তা নিয়েও। অন্যান্য কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে ছিলেন স্বাস্থ্য শিক্ষামন্ত্রী অমিত দেশমুখ, মুখ্যসচিব সীতারাম কুন্তেও। আজ ফের বৈঠকে অর্থদফতর এবং অন্যান্য কয়েকটি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বৈঠক করবেন।
রাজ্যে যে হারে চোখ রাঙাচ্ছে করোনা, সূত্রের খবর, গতকালের বৈঠকে আলোচনায় কড়া লকডাউন জারির ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন উদ্ধব ঠাকরে। ভার্চুয়াল বৈঠকে সর্বদলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় অংশ নিয়েছেন তিনি। গত সপ্তাহে রবিবার রাজ্যে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু সহ একাধিক বিধিনিষেধ জারি করে মহারাষ্ট্র। বিধিনিষেধাবলী চলবে তিরিশ এপ্রিল পর্যন্ত।