পরিচারিকাকে ‘ধর্ষণ’ সেনা মেজরের, তদন্তে পুলিশ
Web Desk, ABP Ananda | 30 Sep 2018 04:26 PM (IST)
নয়াদিল্লি: বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে দক্ষিণ-পশ্চিম দিল্লি থেকে সেনার এক মেজর পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। অভিযোগকারিণীর বলেন, গত ১২ জুলাই তাঁর স্বামী আত্মঘাতী হন। সেদিনই ওই মেজর তাঁকে ধর্ষণ করেন। পুলিশ তদন্তে জানতে পারে, স্বামী-স্ত্রী ওই মেজরের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে থাকতেন। সেখানে ওই মহিলার স্বামী আত্মঘাতী হন। মহিলা আরও জানান, ধর্ষণের ঘটনার পরও তিনি ওই মেজরের বাড়ির কাজ করছিলেন। পরবর্তীকালে, ২৫ সেপ্টেম্বর তিনি দিল্লি ক্যান্টনমেন্ট থানায় সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।