৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি সহজ নয়, তবে সম্ভব: মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2020 10:49 PM (IST)
তিনি একটি অনুষ্ঠানে বলেন, আজ ভারতীয় অর্থনীতি ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছে।
নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার করে তোলা সহজ নয়, তবে এই সাফল্য অর্জন করা সম্ভব। আজ এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একটি অনুষ্ঠানে বলেন, ‘আজ ভারতীয় অর্থনীতি ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছে। আপনারা কোনওদিন শুনেছেন, দেশের অর্থনীতিকে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার করে তোলা আমাদের লক্ষ্য ছিল? না, কোনওদিন এ কথা শোনা যায়নি। আমরা ৭০ বছরে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পেরেছি। ভারতীয় অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া সহজ নয়, তবে সম্ভব।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অতীতে কেউ প্রশ্ন করেননি, এত সময় লাগল কেন। কেউ জবাবও দেননি। এখন আমরা লক্ষ্যের কথা জানিয়েছি। আমরা প্রশ্নের মুখোমুখি হচ্ছি এবং লক্ষ্যপূরণের জন্য সবরমক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির লক্ষ্যপূরণ করার জন্য উৎপাদন ও রফতানি বৃদ্ধি অত্যন্ত জরুরি। এর জন্য সরকার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। ‘নতুন ভারত’ অনেক সমস্যা পিছনে ফেলে এগিয়ে চলেছে।’