অনেকে প্রচার পাওয়ার জন্য আন্দোলন করে, ইদানীং অনেকে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়ছেন, কটাক্ষ মমতার
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jan 2020 05:57 PM (IST)
এই মন্তব্যের মাধ্যমে কি তৃণমূল নেত্রী রাজ্যের বিরোধী কংগ্রেস ও বামেদের নিশানা করলেন, এই প্রশ্ন উঠছে।
NEXT
PREV
কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের ধর্নামঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘শুধু একটা বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে এমন নয়, দেশজুড়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ চলছে। আইআইটি থেকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, নিজের মতো করে আন্দোলন করছে সবাই। অনেকে প্রচার পাওয়ার জন্য আন্দোলন করে। যারা প্রচার পাওয়ার জন্য পথে নেমেছে। যে আন্দোলনে আবেগ, বিবেক থাকে, সেটাই আন্দোলন। ইদানীং অনেকে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়ছেন। হিংসা দিয়ে কখনও কোনও আন্দোলন হয় না। জোর করে জমি দখলের প্রতিবাদে আমি পথে নেমেছিলাম।’ এই মন্তব্যের মাধ্যমে কি তৃণমূল নেত্রী রাজ্যের বিরোধী কংগ্রেস ও বামেদের নিশানা করলেন, এই প্রশ্ন উঠছে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -