কলকাতা: রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরেই ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে হাজির হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। এ রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না বলে জানিয়ে দেন তিনি।

টিএমসিপি-র ধর্না মঞ্চে মমতা বলেন, ‘নাগরিকপঞ্জি, নাগরিক আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। শান্তিপূর্ণ আন্দোলনই সারা বিশ্বকে পথ দেখায়। আমরাও শেষ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনরত সব ছাত্রছাত্রীদের পাশে আছি। কেন্দ্রীয় সরকার যতই বিজ্ঞপ্তি জারি করে আইন প্রণয়ন করুক, তা কার্যকর হবে না। পশ্চিমবঙ্গে নাগরিক আইন কোনও ভাবেই কার্যকর হবে না। কেন্দ্রীয় সরকার আইনের বিজ্ঞপ্তি জারি করেছে, আমরা ছিঁড়ে ফেলেছি। ভাগাভাগির ভিত্তিতে আইন প্রণয়ন করা যায় না। আন্দোলনে অনেক নতুন মানুষ সামিল হয়েছেন। কাল স্বামী বিবেকান্দর জন্মদিবস। কেউ কেউ এইদিন দিল্লি থেকে ছুটে আসেন গৌরবান্বিত হতে। আমরা সারাবছর বিবেকানন্দকে সঙ্গে নিয়ে থাকি। আমরা গরিব মানুষের অধিকার কাড়তে দেব না। আমরা ভোট দিয়ে সরকার গড়েছি, আজ বলছে আমরা নাগরিক নই। নাগরিকপঞ্জি, নাগরিক আইন বিরোধী আন্দোলন চলবে। অসমে বিজেপির সরকার, সেখানে করতে পারছেন না কেন? কেউ কেউ আন্দোলনের নামে ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে। বিজেপিকে যাঁরা সুবিধা করে দিচ্ছে, আমরা তাঁদের পাশে নেই। প্রধানমন্ত্রীকে বলেছি, আমরা নাগরিকপঞ্জি, নাগরিক আইন মানছি না। দুটো বাসে আগুন লাগিয়ে দিলেই এটা আন্দোলন নয়, সেটা আন্দোলন নষ্ট করার খেলা। রাস্তায় নেমে আন্দোলন করুন, সেটা পারেন না।’