কলকাতা: নাগরিকপঞ্জী-নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বৈঠকে বসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রণকৌশল ঠিক করতে ২০ ডিসেম্বর হবে এই বৈঠক। তৃণমূল ভবনের বৈঠকে থাকবেন দলের সাংসদ-বিধায়করা। সূত্রের খবর, আগামীদিনে আন্দোলনের রূপরেখা তৈরি হবে বৈঠকে।


গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিলের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের দাবি, ‘এটা অসংবিধানিক বিল। ধর্মের ভিত্তিতে এভাবে নাগরিকত্ব দেওয়া যায় না।।’ এবার মমতা দলের কৌশল নিয়ে বার্তা দেবেন বৈঠকে।