জৌনপুর: উত্তরপ্রদেশের জৌনপুরে আজব ঘটনা। ডিম খাওয়ার বাজি ধরে জীবনের বিনিময়ে খেসারত দিতে হল এক ব্যক্তিকে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিহতের নাম সুভাষ যাদব। পুলিশ জানিয়েছে, ৪২ বছরের সুভাষ তাঁর বন্ধুর সঙ্গে বিবিগঞ্জ বাজার এলাকায় গিয়েছিলেন ডিম খেতে। হঠাত্ই দুই বন্ধুর মধ্যে বচসা বেঁধে যায়। তারা ৫০ টা ডিম খেলতে পারলে ২০০০ টাকার বাজি ধরার সিদ্ধান্ত নেয়। সুভাষ ওই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং একটার পর একটা ডিম খেতে শুরু করেন। ৪১ টি ডিম গলাধঃকরণের পর ৪২ তম ডিম খেতে খেতেই ঢলে পড়েন সুভাষ। সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে রেফার করা হয়। সেখানে কয়েক ঘন্টা পর তাঁর মৃত্যু হয়।
চিকিত্সকরা দাবি করেছেন, অতিরিক্ত খাওয়ার জন্য সুভাষের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের লোকজনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।