মহারাষ্ট্রে জলপ্রপাত থেকে বেশ কয়েক ফুট নিচে পুকুরে পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2019 09:26 PM (IST)
জলপ্রপাত থেকে বেশ কয়েক ফুট নিচে পুকুরে পড়ে গিয়েও রক্ষা পেলেন ৩০ বছরের এক যুবক। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় বিখ্যাত অজন্তা গুহার কাছে সপ্তকুণ্ড জলপ্রপাতে এই ঘটনা ঘটেছে। ওই যুবক জলপ্রপাত থেকে নিচে পুকুরে পড়ে যান।
ঔরঙ্গাবাদ: জলপ্রপাত থেকে বেশ কয়েক ফুট নিচে পুকুরে পড়ে গিয়েও রক্ষা পেলেন ৩০ বছরের এক যুবক। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় বিখ্যাত অজন্তা গুহার কাছে সপ্তকুণ্ড জলপ্রপাতে এই ঘটনা ঘটেছে। ওই যুবক জলপ্রপাত থেকে নিচে পুকুরে পড়ে যান। এরপর পুরাতাত্ত্বিক সংস্থা (এএসআই)-র কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। এক আধিকারিক শুক্রবার এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে। ওই যুবকের সামান্য আঘাত লেগেছে মাত্র। প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। ওই আধিকারিক বলেছেন, মুম্বইয়ের বান্দ্রা থেকে এসেছিলেন বাসুসাহেব হলকুন্ডে। কিন্তু জলপ্রপাতের কাছে পা পিছলে নিচের পুকুরে পড়ে যান তিনি। এএসআই-এ টিম ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। অজান্তা থাকার এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত শ্যাওলায় ওই যুবকের পা পিছলে গিয়েছিল।