ছতরপুর: এক বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের জন্য ২৫ বছরের এক যুবককে মৃত্যুদণ্ড দিল মধ্যপ্রদেশের একটি বিশেষ আদালত। এই অপরাধকে জঘন্য আখ্যা দিয়ে বিশেষ বিচারপতি নৌরিন নিগম গত বুধবার দোষী আকবর খানের সাজা ঘোষণা করেছেন। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।


২০১৭-র ২১ ফেব্রুয়ারি ছতরপুর শহরে ৭৫ বছরের বৃদ্ধার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে আকবর খান। ওই সময় ওই বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। ধর্ষণের চেষ্টায় বাধা দিলে আকবর খান বৃ্দ্ধার গোপনাঙ্গে আঘাত করে। এরফলে কয়েকদিন পর ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয় ওই বৃদ্ধার। মধ্যপ্রদেশের প্রসিকিউশন ডিরেক্টর জেনারেল রাজেন্দ্র কুমার এ কথা জানিয়েছেন।

ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় তদন্তে সমস্যার মুখে পড়তে হয় পুলিশকে। কিন্তু বৃদ্ধার শরীর থেকে সংগৃহীত নমুনার মতো বৈজ্ঞানিক সাক্ষ্যপ্রমাণের সাহায্য অভিযুক্তর দোষ প্রমাণ করা হয়। বৃদ্ধার শরীর থেকে সংগৃহীত ছেঁড়া কাপড়ের সঙ্গে অপরাধের সময় অভিযুক্তর পরনে থাকা পোশাক মিলে যায়।

চলতি বছর ধর্ষণ ও খুনের ঘটনায় মধ্যপ্রদেশে এই প্রথম কোনও ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হল। রাজেন্দ্র কুমার বলেছেন, ছতরপুরের তদন্তকারী দল এক্ষেত্রে অত্যন্ত পেশাদারিভাবে কাজ করেছে।