রাতলাম: পাঁচ বছরের সৎ কন্যাকে ধর্ষণ ও খুন করার জঘন্য অপরাধে এক ব্যক্তিকে জোড়া মৃত্যুদণ্ডের সাজা দিল মধ্যপ্রদেশের স্থানীয় আদালত।
খবরে প্রকাশ, নারকীয় অত্যাচারের ঘটনাটি ঘটে চলতি বছরের এপ্রিল মাসে জাওরা শহরে। সরকারি কৌঁসুলি জানান, মেয়েটি ছিল ওই ব্যক্তির স্ত্রীর প্রথম বিবাহের সন্তান। স্ত্রীকে একটি ঘরে তালাবন্দি করে রেখে পাঁচ বছরের শিশুর ওপর পাশবিক অত্যাচার চালায় ওই ব্যক্তি। পরে, তাকে এমন বেদম মারধর করে, যে মেয়েটির মৃত্যু হয়।
মেয়েটির মায়ের বয়ান ও পুলিশের পেশ করা তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (এ-বি) এবং ৩০২ ধারা অনুযায়ী বিচারক দোষীকে জোড়া মৃত্যুদণ্ডের সাজা শোনান।
প্রসঙ্গত, ১২ বছর পর্যন্ত কোনও মেয়েকে ধর্ষণ বা গণধর্ষণ করার অপরাধে দোষীকে সর্বোচ্চ ফাঁসির সাজা দিতে গতবছরই বিল পাশ করে মধ্যপ্রদেশ সরকার।