ভোপাল: পুলিশ পরিচয় দিয়ে লোকজনকে ঠকিয়ে টাকাপয়সা লুঠের অভিযোগে পুলিশ মধ্যপ্রদেশের ইন্দোরে এক মহিলা ও তার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে। ডাকাতির অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, অভিযুক্ত মহিলা পুলিশ আধিকারিক সেজে লোকজনকের কাছ থেকে টাকাপয়সা লুঠ করত। আশ্চর্যের ব্যাপার, এই মামলায় ধৃত অপর ব্যক্তিই ওই মহিলাকে পুলিশের উর্দি দিয়েছিল। ওই ব্যক্তির স্ত্রী মধ্যপ্রদেশ পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মরত।
পুলিশ ধৃতের কাছ থেকে পুলিশের একটি ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তদের পরিচয় অবশ্য পুলিশ প্রকাশ করেনি। এই ঘটনায় মামলায় দায়ের করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
স্ত্রীর পুলিশের উর্দি বান্ধবীকে দিয়ে লুঠপাট, গ্রেফতার দুজনেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2019 04:11 PM (IST)
পুলিশ পরিচয় দিয়ে লোকজনকে ঠকিয়ে টাকাপয়সা লুঠের অভিযোগে পুলিশ মধ্যপ্রদেশের ইন্দোরে এক মহিলা ও তার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে। ডাকাতির অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -