বেলা ১১টা ৪০ নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। গলিটি সরু হওয়ায় উদ্ধারকাজ চালাতে অসুবিধে হচ্ছে। তবে উদ্ধার করা গিয়েছে কয়েকজনকে। জানা গিয়েছে, কেশরবাঈ বিল্ডিং নামে যে বহুতলটি ধসে পড়েছে তার বয়স অনেক। কিন্তু বৃহন্মুম্বই পুর নিগম বিপজ্জনক বাড়ির তালিকায় গলির মধ্যে থাকা এই বাড়ির নাম তোলেনি। বাড়ির অবস্থান এমন জায়গায় যে জন্য এনডিআরএফ দলের পৌঁছতেও দেরি হয়েছে।
এনসিপি সাংসদ মজিদ মেমন এই ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, রাজ্য সরকার, বিএমসি ও সরকারি আধিকারিকরা এই দুর্ঘটনার জন্য দায়ী। বারবার সমস্যার কথা তোলা হয়েছে কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।