রান্না মুরগি খেয়ে নিয়েছে ছেলে, মধ্য প্রদেশে রাগের চোটে খুন করল বাবা
ABP Ananda, Web Desk | 19 Feb 2019 01:39 PM (IST)
ধর: বাড়িতে মুরগি রান্না হয়েছে। ছেলে সবটাই খেয়ে নিয়েছে, বাবার জন্য কিছু রাখেনি। এই রাগে ৬০ বছরের এক ব্যক্তি তার ছেলেকে খুন করেছেবলে অভিযোগ। তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ছোটু বাঘেল। বাড়ি মধ্য প্রদেশের ধর থেকে ৯০ কিলোমিটারের মত দূরে, খারওয়ালি গ্রামে। পুলিশ বলেছে, ছেলে হীরা সিংহ সবটা মুরগি খেয়ে ফেলায় ছোটু রাগের মাথায় উপর্যুপরি ছুরি মারে তাকে। ছোটুর স্ত্রীও জানিয়েছেন, ছেলে মাংসের ভাগ না রাখায় বাবা প্রচণ্ড রেগে গিয়েছিল। ঘটনার তদন্ত করছে পুলিশ।