মধ্যপ্রদেশে ময়ূর চুরির অভিযোগে দলিত প্রৌঢ়কে পিটিয়ে খুন, গ্রেফতার ৯
Web Desk, ABP Ananda | 20 Jul 2019 08:52 PM (IST)
ঘটনাস্থল থেকে চারটি মৃত ময়ূর পাওয়া গিয়েছে।
নিমাচ: ময়ূর চুরির অভিযোগে ৫৮ বছর বয়সি এক দলিত ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল। নৃশংস এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের নিমাচ জেলায়। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার রাকেশ কুমার সাগর জানিয়েছেন, শুক্রবার রাতে কুকদেশ্বর থানা এলাকার লাসুদি অন্তারি গ্রামে এই ঘটনা ঘটে। কয়েকজন গ্রামবাসী দেখতে পান, চারজন ময়ূর চুরি করে পালাচ্ছে। তাদের তাড়া করেন গ্রামবাসীরা। তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও, ধরা পড়ে যান হীরালাল বাঞ্ছদা। তিনি দলিত। জনতার মারে তিনি গুরুতর জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ সুপার আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে চারটি মৃত ময়ূর পাওয়া গিয়েছে। বন্যপ্রাণী রক্ষা আইনে মৃত ব্যক্তি ও পলাতক তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হীরালালকে পিটিয়ে মারার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তফশিলি জাতি ও উপজাতি আইনে মামলা দায়ের করা হয়েছে।