নয়াদিল্লি:  ভাইঝির মাঙ্গলিক দোষ রয়েছে। সেই  দোষ কাটিয়ে দেওয়ার অজুহাতে চার বছর ধরে ভাইঝিকে ধর্ষণে অভিযুক্ত কাকা। এমনকি ২৩ বছরের ওই তরুণীর বিয়ে হয়ে যাওয়ার পরও তাঁকে ডেকে ধর্ষণ করত কাকা। এরপরই তরুণী সিদ্ধান্ত নেন পুরো ঘটনা সকলকে জানিয়ে দেবেন।

 

মহিলা সম্প্রতি পুরো ঘটনার কথা তাঁর শ্বশুরকে জানান। এরপরই নারেলা থানায় তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে নির্যাতিতার কাউন্সেলিংয়ের জন্যে দিল্লি মহিলা কমিশনেও যোগাযোগ করেছে পুলিশ।