ঠানে: মহারাষ্ট্রের ঠানের খারিগাঁও টোল বুথের সামনেই গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয় এক ব্যক্তির। ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে এ খবর জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি গাড়ির মধ্যে চালককে অসুস্থ অবস্থায় দেখতে পান কনস্টেবল পান্ধারিনাথ মুন্ডে (৩৫)। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পিছনের আসনে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান তিনি। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে।
ঠানে পুলিশের মুখপাত্র সুখদা নারকর বলেছেন, নিখিল তাম্বোলে নামে ২৩ বছরের ওই তরুণ পাডঘা থেকে ঠানে শহরের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন বৃদ্ধ বাবা। সাড়ে বারোটা নাগায় খারিগাঁও টোল বুথের সামনে গাড়ি পৌঁছনোর পরই নিখিলের হার্ট অ্যাটাক হয়। ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল মুন্ডে তা দেখতে পেয়েই সময় নষ্ট না করে নিখিলকে পিছনের আসনে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ঠানের জুপিটর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে নিখিলকে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, নিখিলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ডিসিপি ট্রাফিক অমিত কালে কনস্টেবলের তত্পরতার প্রশংসা করেছেন।