লখনউ: উত্তরপ্রদেশের ফারুকাবাদে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে নিজের বাড়িতে ২০টি শিশুকে নিমন্ত্রণ করে ডেকে এনে পণবন্দি করে ফেলল। তার কবল থেকে শিশুগুলিকে উদ্ধার করার চেষ্টা শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে কুইক রেসপন্স টিম ও স্পেশাল অপারেশন গ্রুপ। সন্ত্রাস-দমন শাখাও যাচ্ছে ঘটনাস্থলে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন। সেই বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব, প্রধান সচিব (স্বরাষ্ট্র দফতর), ডিজিপি, অতিরিক্ত ডিজিপি (আইন-শৃঙ্খলা)। ফারুকাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছেন আদিত্যনাথ।

এডিজি আইন-শৃঙ্খলা পি ভি রামশাস্ত্রী জানিয়েছেন, ‘আজ সন্ধেবেলা জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাচ্চাগুলিকে ডেকে আনে সুভাষ বাঠাম নামে ওই অপরাধী। গ্রামবাসীরা শিশুদের উদ্ধারে গেলে সে গুলি চালাতে শুরু করে। একজন জখম হয়েছেন। তার বাড়ির সামনে গিয়েছেন জেলাশাসক, এসসপি ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।’

উত্তরপ্রদেশের ডিজিপি ও পি সিংহ জানিয়েছেন, ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এনএসজি কম্যান্ডোদেরও তৈরি রাখা হয়েছে। শিশুদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যত দ্রুত সম্ভব শিশুগুলিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এখন সঙ্কটের সময়। পুলিশের সব উচ্চপদস্থ আধিকারিকই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমরা কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই শিশুদের উদ্ধার করতে চাই। স্থানীয় জনপ্রতিনিধি নগেন্দ্র সিংহ ওই অপরাধীর সঙ্গে কথা বলে শিশুগুলিকে উদ্ধার করার চেষ্টা করছেন। ওই অপরাধীর আত্মীয়দের ডেকে পাঠানো হয়েছে।’
শিশুগুলির পরিবারের লোকজন ঘটনাস্থলে আছেন। সবাই উদ্বিগ্ন। পরিস্থিতি অত্যন্ত জটিল।