এডিজি আইন-শৃঙ্খলা পি ভি রামশাস্ত্রী জানিয়েছেন, ‘আজ সন্ধেবেলা জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাচ্চাগুলিকে ডেকে আনে সুভাষ বাঠাম নামে ওই অপরাধী। গ্রামবাসীরা শিশুদের উদ্ধারে গেলে সে গুলি চালাতে শুরু করে। একজন জখম হয়েছেন। তার বাড়ির সামনে গিয়েছেন জেলাশাসক, এসসপি ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।’
উত্তরপ্রদেশের ডিজিপি ও পি সিংহ জানিয়েছেন, ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এনএসজি কম্যান্ডোদেরও তৈরি রাখা হয়েছে। শিশুদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যত দ্রুত সম্ভব শিশুগুলিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এখন সঙ্কটের সময়। পুলিশের সব উচ্চপদস্থ আধিকারিকই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমরা কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই শিশুদের উদ্ধার করতে চাই। স্থানীয় জনপ্রতিনিধি নগেন্দ্র সিংহ ওই অপরাধীর সঙ্গে কথা বলে শিশুগুলিকে উদ্ধার করার চেষ্টা করছেন। ওই অপরাধীর আত্মীয়দের ডেকে পাঠানো হয়েছে।’
শিশুগুলির পরিবারের লোকজন ঘটনাস্থলে আছেন। সবাই উদ্বিগ্ন। পরিস্থিতি অত্যন্ত জটিল।