নয়াদিল্লি: এবারই প্রথম লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এতদিন তিনি রাজ্যসভার সাংসদ হতেন। কিন্তু কংগ্রেস সূত্রে খবর, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ মনমোহনকে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন।


এ বিষয়ে পঞ্জাবের কংগ্রেস নেত্রী আশা কুমারী জানিয়েছেন, মনমোহনের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে দলে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি।

আজই নির্বাচন কমিশন এবারের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। সারা দেশে সাত দফায় হবে ভোটগ্রহণ। ১১ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। ১৯ মে সপ্তম দফার ভোটগ্রহণ। ২৩ মে ভোটগণনা ও ফল প্রকাশ। আজ থেকেই চালু হয়ে গেল নির্বাচনী আচরণ বিধি।