অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৯৯ সালের ডিসেম্বরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই করে আফগানিস্তানের কন্দহরে নিয়ে যায় জঙ্গিরা। ১৫০ জন যাত্রীকে পণবন্দি করা হয়। তাঁদের মুক্তির বিনিময়ে আজহার সহ কয়েকজন জঙ্গিকে ছেড়ে দেয় কেন্দ্রীয় সরকার। সেই আজহারেরই জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ পুলওয়ামায় জঙ্গি হামলার দায়স্বীকার করেছে। সে কথা উল্লেখ করেই মোদিকে খোঁচা দিয়েছেন রাহুল। তাঁর দাবি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালই বিমান ছিনতাইকারীদের সঙ্গে রফা করেছিলেন। নিহত ৪০ জন সিআরপিএফ জওয়ানের পরিবারকে বলুন, কারা মাসুদ আজহারকে ছেড়েছিল, মোদিকে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda | 10 Mar 2019 03:20 PM (IST)
নয়াদিল্লি: ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের পর পণবন্দি থাকা যাত্রীদের মুক্তির বিনিময়ে জঙ্গি নেতা মাসুদ আজহারকে ছেড়ে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি ট্যুইট করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদি দয়া করে ৪০ জন শহিদ সিআরপিএফ জওয়ানের পরিবারের লোকজনকে বলুন, কে তাঁদের খুনি মাসুদ আজহারকে ছেড়ে দিয়েছিল? তাঁদের আরও বলুন, বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুনিকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানে গিয়েছিলেন।’