নয়াদিল্লি: ফের বিজেপি-বিরোধী দলগুলির প্রস্তাবিত মহাজোটকে মহাভেজাল বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এই মহাজোট দেশকে আইসিইউ-তে পাঠিয়ে দেবে।


আজ দেশের ১৫,০০০ স্থানে জড়ো হওয়া প্রায় এক কোটি বিজেপি কর্মীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন মোদি। তখনই তিনি বিরোধীদের জোটকে আক্রমণ করেন। তাঁর দাবি, ২০০৪ সালের সাধারণ নির্বাচনের মতো এবারও যদি বিজেপি হেরে যায়, তাহলে দেশের উন্নতি স্তব্ধ হয়ে যাবে এবং সহজে ব্যবসার পরিবেশ সহজে দুর্নীতির পরিবেশে বদলে যাবে। মোদি আরও দাবি করেন, ২০১৪ সালের ভোটে মানুষের প্রয়োজন মেটানোর জন্য রায় দেওয়া হয়েছিল। এবার মানুষ আকাঙ্খা পূরণ করার জন্য ভোট দেবেন।