পটনা: পটনার পরিবার আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার পর এবার এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন তেজপ্রতাপ যাদব। আজ বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে বলেছেন, ‘আমি বাবা-মাকে বলেছিলাম, এখন বিয়ে করতে চাই না। কিন্তু কেউ আমার কথা শোনেননি। আমার স্ত্রীর সঙ্গে কোনও মিল নেই। আমি একজন সাধারণ মানুষ। আমার চালচলনও সাধারণ। কিন্তু ও (ঐশ্বর্য রাই) একজন আধুনিক মহিলা। ও দিল্লিতে পড়াশোনা করেছে, শহুরে জীবনে অভ্যস্ত। আমার দমবন্ধ হয়ে আসছিল। এভাবে কতদিন থাকা যায়?’
এ বছরের ১২ মে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা রাইয়ের নাতনি তথা আরজেডি বিধায়ক চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে তেজপ্রতাপের বিয়ে হয়। কিন্তু ৬ মাস হওয়ার আগেই বিচ্ছেদের আবেদন জানিয়েছেন লালুর ছেলে। এ বিষয়ে তিনি বলেছেন, গত দু’মাস ধরে স্ত্রীর সঙ্গে কথা বলেননি। তাঁর আইনজীবী যশবন্ত কুমার শর্মা জানিয়েছেন, হিন্দু বিবাহ আইনের ১৩ এ ধারায় বিচ্ছেদের আবেদন জানানো হয়েছে।
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল, দমবন্ধ হয়ে আসছিল, বলছেন তেজপ্রতাপ
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2018 06:51 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -