নয়াদিল্লি: মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের মুখে খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে হতাশ করে কংগ্রেসে চলে গেলেন তাঁর শ্যালক সঞ্জয় সিংহ মাসানি। তিনি নাকি চেয়েছিলেন বালাঘাট জেলার ওয়ারাসিওনি কেন্দ্রে প্রার্থী হতে, কিন্তু সেখানে বর্তমান বিধায়ক যোগেন্দ্র নির্মলকেই আবার দাঁড় করিয়েছে বিজেপি। টিকিট না পেয়ে ক্ষোভে দলত্যাগ করে তিনি বিরোধী শিবিরে যোগ দিয়ে শনিবার তুমুল নিন্দা করেছেন বিজেপির। বলেছেন, বিজেপিতে এখন পরিবারতন্ত্র, স্বজনপোষন চলছে।
শিবরাজের স্ত্রী সাধনা সিংহের ভাই সঞ্জয় আজ প্রদেশ কংগ্রেস প্রধান কমলনাথের উপস্থিতিতে কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন, ক্ষোভের সুরে বলেন, বিজেপি প্রার্থীদের বেশিরভাগই দলীয় বিধায়ক বা সাংসদের ছেলেমেয়ে। পরিবারতন্ত্রের রাজনীতির ফলে দলের জন্য যারা কাজ করে, তাদের উপেক্ষা করা হচ্ছে। মধ্যপ্রদেশের দরকার কমলনাথকে।
শিবরাজের নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে এবার কংগ্রেসের ক্ষমতায় ফেরার পালা বলেও দাবি করেন সঞ্জয়। বলেন, ক্রমবর্ধমান বেকারি ও শিল্পের অভাব বর্তমানে রাজ্যের প্রধান দুটি সমস্যা, যদিও এতগুলি বছর ধরে শিবরাজ সরকার কিছুই করেনি এ ব্যাপারে।
সঞ্জয় আরও বলেন, শিবরাজ সিংহ নয়, কমলনাথকে দরকার মধ্যপ্রদেশের। আমরা সবাই জানি, কীভাবে ছিন্দওয়ারায় উন্নয়ন হয়েছে, ছিন্দওয়ারা মানেই কমলনাথ। এবার গোটা রাজ্যেই এটা চাই।
সঞ্জয়ের অভিমত, তাঁকে যেন শিবরাজের পরিবারের একজন নয়, শুধু তাঁর এক আত্মীয় হিসাবে দেখানো হয়। তিনি বলেন, আমার নাম সঞ্জয় সিংহ মাসানি। আমার বংশ, গোত্র আলাদা।
শিবরাজের অপশাসনে সমাজের সব অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে কমলনাথ বলেন, সঞ্জয়ের কংগ্রেসের যোগদানের মাধ্যমে রাজ্যবাসীর উন্নয়নের নতুন পথে যাত্রা শুরুর বাসনারই প্রতিফলন ঘটেছে। প্রসঙ্গত, ২০০৩ থেকে মধ্যপ্রদেশ শাসন করছে বিজেপি।