গতকালই পাকিস্তান থেকে দেশে ফিরেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তিনি পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পরেই ট্যুইট করে দেশে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আজ ফের এই পাইলটের প্রশংসা করেছেন তিনি। এখন অভিনন্দন শব্দের অর্থ বদলে গিয়েছে: মোদি
Web Desk, ABP Ananda | 02 Mar 2019 04:59 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার পাইলটের সৌজন্যে ‘অভিনন্দন’ শব্দের অর্থ বদলে গিয়েছে। আজ আবাসন মন্ত্রকের এক অনুষ্ঠানে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, ‘ভারতের কাজের উপর সারা বিশ্ব লক্ষ্য রাখছে। অভিধানে শব্দের অর্থ বদলে দেওয়ার ক্ষমতা আছে এই দেশের। একসময় ইংরাজিতে অভিনন্দন শব্দের অর্থ ছিল কারও প্রশংসা করা। এখন সেটা বদলে গিয়েছে। এটাই এই দেশের শক্তি।’