নয়াদিল্লি: মিরাটের বিজেপি পুরপিতার বিরুদ্ধে গুণ্ডামির অভিযোগ। শনিবার মিরাটের ৪০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মুনিশ কুমারকে গ্রেফতার করা হয়েছে এজন্য। মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৯৫ (ডাকাতির জন্য সাজা), ৩৫৪ (মহিলার শ্লীলতাহানির উদ্দেশ্যে তাঁর ওপর অপরাধ, বলপ্রয়োগ করা) ধারায়। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিনি একটি হোটেলের ভিতর এক এসআইয়ের ওপর তর্জন-গর্জন করছেন, প্রচন্ড মারধর করছেন তাঁকে। হোটেলটি মুনিশেরই।




হোটেলের এক ওয়েটারের সঙ্গে ওই পুলিশ অফিসারের তর্কাতর্কি থেকে ঘটনার সূত্রপাত। মুনিশ দুজনের কথাকাটাকাটির মধ্যে ঢুকে পড়েন। তা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এসআইয়ের সঙ্গে ছিলেন এক মহিলা আইনজীবী। মুনিশ ওই এসআইয়ের বিরুদ্ধে মাতলামোর অভিযোগ তুলে গালমন্দ করতে থাকেন, চলে মারধরও। মহিলা আইনজীবীও পাল্টা তোপ দাগেন।



মিরাটের পুলিশ সুপার আর সিংহকে উদ্ধৃত করে বলা হয়েছে, মুনিশ কুমারকে জামিন অযোগ্য অপরাধের ধারায় গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হবে। তাঁর সমর্থকরা বিক্ষোভ দেখাতে এলে তাদের নথি, প্রমাণ দেখানো হয়। তাঁরা বুঝতে পেরে চলে যান। তবে এসআইয়ের উচিত হয়নি ওখানে যাওয়া। তদন্ত চলছে।