হোটেলের এক ওয়েটারের সঙ্গে ওই পুলিশ অফিসারের তর্কাতর্কি থেকে ঘটনার সূত্রপাত। মুনিশ দুজনের কথাকাটাকাটির মধ্যে ঢুকে পড়েন। তা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এসআইয়ের সঙ্গে ছিলেন এক মহিলা আইনজীবী। মুনিশ ওই এসআইয়ের বিরুদ্ধে মাতলামোর অভিযোগ তুলে গালমন্দ করতে থাকেন, চলে মারধরও। মহিলা আইনজীবীও পাল্টা তোপ দাগেন।
মিরাটের পুলিশ সুপার আর সিংহকে উদ্ধৃত করে বলা হয়েছে, মুনিশ কুমারকে জামিন অযোগ্য অপরাধের ধারায় গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হবে। তাঁর সমর্থকরা বিক্ষোভ দেখাতে এলে তাদের নথি, প্রমাণ দেখানো হয়। তাঁরা বুঝতে পেরে চলে যান। তবে এসআইয়ের উচিত হয়নি ওখানে যাওয়া। তদন্ত চলছে।