নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় জামিনের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পি চিদম্বরমের আর্জির ওপর রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সেখানে শুক্রবার সিবিআই এই মামলায় চিদম্বরম, তাঁর ছেলে কার্তি ও কয়েকটি কোম্পানি সহ ১৫ জনের বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে বলে জানায়।
বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চকে সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দুর্নীতির প্রশ্নে ‘জিরো টলারেন্স’ মনোভাব থাকা উচিত দেশে। চিদম্বরমের জামিনের আবেদনের বিরোধিতা করেন তিনি। চিদম্বরমের বিরুদ্ধে মামলার তদন্তে জালিয়াতির অভিযোগও খতিয়ে দেখা হয়েছে বলে জানান মেহতা। সিবিআই জানিয়েছে, এই মামলায় আরও তদন্ত চলছে এবং সিঙ্গাপুর, মরিশাসে পাঠানো লেটার্স রোগাটরির জবাবের অপেক্ষা করা হচ্ছে। মেহতা বলেন, চিদম্বরমের ‘উপস্থিতিটাই’ সাক্ষীদের প্রভাবিত করতে যথেষ্ট, তাই অন্তত সাক্ষীদের জেরা করা না পর্যন্ত তাঁকে জামিন দেওয়া উচিত নয়। আমরা এমন একটা সময় দেখছি যখন আর্থিক অপরাধে অভিযুক্তরা দেশ ছেড়ে পালাচ্ছে। দেশ হিসাবে আমরা এই সমস্যার মুখে পড়ছি।
যদিও চিদম্বরমের আইনজীবী অভিষেক মনু সিংভি মেহতার বক্তব্য উড়িয়ে দাবি করেন, চিদম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে বা তথ্য নষ্ট করতে পারেন, সিবিআইয়ের এহেন আশঙ্কা ভিত্তিহীন, মিথ্যা।
৭৪ বছর বয়সি ইউপিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রথম সারির কংগ্রেস নেতা চিদম্বরম এই মামলায় গত ২১ আগস্ট গ্রেফতার হওয়ার পর থেকে বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে রয়েছেন। ২০১৭-র ১৫ মে সিবিআই এফআইআর দায়ের করে অভিযোগ করে, চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়া গোষ্ঠীকে ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা পাওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের ছাড়পত্র দেওয়ায় অনিয়ম হয়েছিল। তারপর ২০১৭-য় এ ব্যাপারে একটি বেআইনি আর্থিক লেনদেন মামলাও দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।