কলকাতা: গামছা গলায় পাড়ার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ়। শক্ত চোয়াল। চোখে-মুখে ক্লান্তি। জনতা কার্ফুর দিন বাইরে কেন? প্রশ্ন শুনে চওড়া গোঁফের মানুষটি পাল্টা জিজ্ঞেস করেছিলেন, ‘চা খাব না আমরা? খাব না আমরা চা?’


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও। পরে জানা যায়, জনতা কার্ফুর মাঝেই পাড়ায় চা খেতে বেরনো ওই ব্যক্তির নাম মৃদুল দেব। পেশায় রাজমিস্ত্রীর জোগাড়ে। এবার তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মিমি চক্রবর্তী!



মৃদুলবাবুর বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ। যাদবপুরেই বাড়ি মৃদুলবাবুর। দিন আনি দিন খাই পরিবারে রয়েছেন তাঁর বৃদ্ধা মা, এক দিদি, স্ত্রী ও ছেলে। শনিবার মিমির প্রতিনিধি গিয়ে মৃদুলবাবুর হাতে খাদ্যসামগ্রীর পাশাপাশি তুলে দেন একটি চা পাতার প্যাকেটও। ভিডিও কলে মিমি তাঁকে বলেন, ‘আপনার জন্য চাল, ডাল, খাবার আর চা পাতা পাঠালাম। চার-পাঁচ দিন বাইরে যাবেন না।’ অভিনেত্রী-সাংসদ আরও বলেন, ‘আপনার কাছে আমার লোকের নম্বর দিয়ে দেব। কোনও প্রয়োজন হলেই ফোন করবেন। ওরা আপনাকে আমার অফিসে নিয়ে আসবে আর খাবার দিয়ে দেবে।’



মিমির সৌজন্য দেখে আপ্লুত মৃদুলবাবু ও তাঁর পরিবার। তাঁর ছেলে বলেন, ‘সংসার চালানোর সমস্ত সামগ্রীই পাঠিয়ে দিয়েছেন উনি।’ লকডাউন চলায় মৃদুলবাবুর রোজগার বন্ধ। তিনি বলছেন, ‘আমার ছেলের একটা চাকরি হয়ে গেলেই নিশ্চিন্ত হব। আর কিছু চাই না।’ সঙ্গে তাঁর আর্জি, ‘লকডাউনে বাড়িতে বসেই চা খান। কেউ বাইরে বেরবেন না। সকলে সুস্থ থাকুন।’