মধ্যপ্রদেশে ৪ বছরের শিশুকন্যাকে ‘যৌন নির্যাতন’ নাবালকের
Web Desk, ABP Ananda | 16 Aug 2018 06:57 PM (IST)
উজ্জয়িনী: মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় একটি চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। সাব-ইন্সপেক্টর মনোহরলাল পটেল জানিয়েছেন, অভিযুক্ত কিশোর প্রায়ই ওই শিশুটির বাড়িতে টিভি দেখতে যেত। গতকাল সন্ধেয় মেয়েটিকে একা পেয়ে তার উপর যৌন নির্যাতন চালায় ওই কিশোর। শিশুটি পরে তার মা-বাবাকে এই ঘটনার কথা জানায়। এরপর ঘাটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।