নয়াদিল্লি: মিজোরাম। উত্তর পূর্বে কংগ্রেসের শেষ দূর্গ। কিন্তু, এবার কি সেই দূর্গও হাতছাড়া হতে পারে কংগ্রেসের? মিজোরামে মোট আসন ৪০। ম্যাজিক ফিগার ২১। রিপাবলিক টিভি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস ১৪ থেকে ১৮টি আসন পেতে পারে। মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ পেতে পারে ১৬ থেকে ২০টি আসন। অন্যান্য দলগুলির ঝুলিতে সর্বোচ্চ ৩টি আসন যেতে পারে। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, মিজোরামে বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা।
টাইমস নাও-সিএনএক্স-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস ১৬টি আসন পেতে পারে। এমএনএফ ১৮টি আসন পেতে পারে। অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ৬টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ীও, মিজোরামে বিধানসভা ত্রিশঙ্কু হওয়ারই জোরালো সম্ভাবনা।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এমএনএফ পেতে পারে ১৬ থেকে ২২টি আসন। কংগ্রেস ৮ থেকে ১২টি আসন পেতে পারে। জেপিএম পেতে পারে ৮ থেকে ১২টি আসন। অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ১ থেকে ৪টি আসন। ১১ তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার মিজোরামে ফল ঘোষণা।
মিজোরামে ত্রিশঙ্কু হতে পারে বিধানসভা, ইঙ্গিত বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2018 10:41 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -