নয়াদিল্লি: দেশে ফিরে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। কয়েকজন মহিলা সাংবাদিকের তোলা অভিযোগ প্রসঙ্গে তাঁর দাবি, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ করা হচ্ছে। আক্রোশের বশেই এই কাজ করা হয়েছে। আমি বিদেশে থাকায় এর আগে এই অভিযোগের জবাব দিতে পারিনি। একাংশের মধ্যে ভাইরাল ফিভারের মতো প্রমাণ ছাড়া অভিযোগের রোগ ছড়িয়েছে। যা-ই হয়ে থাকুক না কেন, এখন আমি দেশে ফিরে এসেছি। ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমার আইনজীবীরা ভিত্তিহীন অভিযোগ খতিয়ে দেখবেন।’


যৌন হেনস্থার অভিযোগের সময় নিয়ে প্রশ্ন তুলে একটি সংবাদপত্রের প্রাক্তন সম্পাদক আকবর বলেছেন, ‘সাধারণ নির্বাচনের কয়েকমাস আগে এই অভিযোগের ঝড় উঠেছে কেন? এর পিছনে কি কোনও উদ্দেশ্য আছে? এই মিথ্যা, ভিত্তিহীন ও বর্বরোচিত অভিযোগ আমার ভাবমূর্তি ও সুনামের প্রচণ্ড ক্ষতি করেছে। আমি উপযুক্ত আইনি ব্যবস্থা নেব।’