ওয়াশিংটন: প্রথম ও দ্বিতীয় ধাপে সফল হওয়ার পর আগামী জুলাই মাসে করোনা প্রতিষেধকের চূড়ান্ত পরীক্ষা করার কথা ঘোষণা করল আমেরিকার নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্না। বৃহস্পতিবার মার্কিন এই কোম্পানি নিশ্চিত করে জানিয়েছে যে, জুলাই মাসে চূড়ান্ত ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।

মডার্না জানিয়েছে, শেষ ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটির প্রত্যেক ডোজের জন্য ১০০ মাইক্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া একেবারে সর্বনিম্ন রাখার জন্য এই ডোজ নির্ধারণ করা হয়েছে। এতে করে বছরে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে ওই সংস্থা।

মার্কিন এই ওষুধ কোম্পানি বলছে, তৃতীয় ধাপের পরীক্ষার জন্য ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, গবেষণার প্রাথমিক লক্ষ্য হচ্ছে করোনা জীবাণুকে প্রতিরোধ করা। দ্বিতীয় লক্ষ্য হবে গুরুতর রোগ প্রতিরোধ করা। যাতে মানুষকে হাসপাতাল থেকে দূরে রাখা যায়। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের পরবর্তী এক বছরের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।